Sunday, January 11, 2026

প্রো পাঞ্জা লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি শ্রাচী স্পোর্টস, লড়বে শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স

Date:

Share post:

আইপিএল শুরু হওয়ার পর থেকে এ দেশে ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা। ফুটবল, হকি, কবাডি, ব্যাডমিন্টন, কুস্তি, বক্সিং থেকে আরও অনেক খেলার ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়েছে। সেই তালিকায়এবার জুড়ে গেল পাঞ্জা লিগ। যার আর এক নাম— প্রো পাঞ্জা লিগ। পাঞ্জা লড়ার এই জমজমাট লিগে এবার জুড়ে গেল শ্রাচী স্পোর্টস এর নাম।এই পাঞ্জা লড়াই দেশে প্রথম নয়। এই লড়াইয়ের নাম আর্ম রেসলার। এই টুর্নামেন্ট জাতীয় স্তরে হয়ে থাকে। প্রথম পাঞ্জা লিগে খেলতে নেমেছিল ৬টি টিম। এই দলগুলো হল- কিরাক হায়দরাবাদ, মুম্বই মাসল, রোহতক রাউডিজ, লুধিয়ানা লায়ন্স, বরোদা বাদশাহ, কোচ্চি কেডি। এবার তাতে নয়া সংযোজন শ্রাচী রার বাংলা টাইগার্স। তবে আর্ম রেসলারদের এক ট্রায়ালের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে।

শ্রাচী স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি বলেন, শ্রাচি স্পোর্টস সম্মানিত প্রো পাঞ্জা লিগে একটি ফ্র্যাঞ্চিইজি অধিগ্রহণ করতে পেরে। এই উল্লেখযোগ্য মাইলফলক ভারতে পেশাদার আর্ম রেসলিং-এর ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। শ্রাচীর ব্যানারে এই বিনিয়োগে সামিল শ্রাচী স্পোর্টস যা প্রো পাঞ্জা লিগকে আরও শক্তিশালী করবে৷ এই বিনিয়োগ উদীয়মান খেলাধুলার প্রচার এবং শক্তি, স্থিতিস্থাপকতা এবং প্রতিযোগিতামূলক শ্রেষ্ঠত্বের উপর ভিত্তি করে একটি সম্প্রদায় গড়ে তোলার জন্য উৎসর্গীকৃত ৷ এর রোমাঞ্চকর ম্যাচ এবং আকর্ষক বিনোদনের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। এই গতিশীল লিগের সাথে যোগদানের মাধ্যমে শ্রাচী স্পোর্টসের লক্ষ্য, এই লিগকে আরও শক্তিশালী করা এবং আর্ম রেসলিংকে মূলধারার খেলাধুলায় নিয়ে আসা।
রাহুল টোডি বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রো পাঞ্জার মতো লিগগুলি সারা দেশে ক্রীড়া জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার সম্ভাবনা রাখে। আরও কর্পোরেট সংস্থা এগিয়ে এলে এই লিগ দ্রুত জনপ্রিয়তা পাবে।

প্রো পাঞ্জা লিগের সহ অধিকর্তা পারভিন দাবাস বলেন, দ্বিতীয় সিজিনে শ্রাচী রাঢ় বাংলা টাইগার্স যোগ দেওয়ায় এই লিগ আরও জনপ্রিয়তা পাবে বলে আমরা আশা করি। এর ভবিষ্যত নিয়ে শ্রাচীও আশাবাদী।

 

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...