ছত্তিশগড়ে দুই মহিলাসহ চার মাওবাদীর আত্মসমর্পণ

ছত্তিশগড়ের (Chattishgarh) বস্তার ডিভিশনে পুলিশ এবং CRPF-র যৌথবাহিনীর কাছে মঙ্গলবার আত্মসমর্পণ করলেন দুই মহিলা সহ চার মাওবাদী। পুলিশ সূত্রে খবর তাঁদের মাথার দাম রাখা হয়েছিল প্রায় ২০ লক্ষ টাকা। তাঁদের মধ্যে কৈলাস ওরফে কাওয়াসি দেব মিলিটারি কলাম, পিপলস লিবারেশন গেরিলা আর্মি (PLGA)-র ১০ নম্বর কোম্পানির ডেপুটি কমান্ডার ছিলেন। তাঁর মাথার দাম রাখা হয়েছিল আট লক্ষ টাকা। তিনি ২০০৮ সালে সংগঠনে যোগ দেন। এরপর ২০১০ সালে তাঁর LOS সদস্য হিসাবে তাঁর পদোন্নতি হয়। তিনি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ছত্তিশগড় এবং মহারাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলায় জড়িত ছিলেন।

এই প্রসঙ্গে সুকমা জেলার পুলিশ সুপার কিরণ চহ্বাণ জানিয়েছেন আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে পিএলজিএ-র ৩০ নম্বর প্লাটুনের সদস্য ভঞ্জম হাদমা, দক্ষিণ বস্তার আঞ্চলিক কমিটির সদস্যা সুক্কি মাদকম আছেন। তাঁদের মাথার দাম ৫ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছিল। একইসঙ্গে আত্মসমর্পণ করেছেন মহারাষ্ট্রের গড়ছিরৌলি-ভমরাগড় আঞ্চলিক কমিটির সদস্যা রাভা দেব। তাঁর মাথার দাম রাখা হয়েছিল ২ লক্ষ টাকা। সরকারি নীতি মেনে আত্মসমর্পণকারী মাওবাদীদের প্রাথমিক ভাবে ২৫ হাজার টাকা অর্থসাহায্য এবং পুনর্বাসনের প্যাকেজ দেওয়া হবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট পুলিশ সুপারের তরফে।


Previous articleডোডার জঙ্গলে চলছে গুলির লড়াই! জঙ্গিদের খোঁজে চিরুনী তল্লাশি চালিয়েও ব্যর্থ সেনা 
Next articleফের পরীক্ষার মুখে যোগী, বৈঠকে বিজেপি I.N.D.I.A. দুপক্ষই