Sunday, May 18, 2025

ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে কোনও সমস্যা হবে না, রিয়ালে যোগ দিয়ে বললেন এমবাপে

Date:

Share post:

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে এখন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগোদের সঙ্গে যোগ দিয়েছেন এমবাপে। মঙ্গলবার এমবাপেকে সান্তিয়াগো বার্নাব্যুতে গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল। এমবাপে রিয়ালের খেলোয়াড় হিসেবে নিজের প্রথম সংবাদিক সম্মেলনে জানিয়েছেন, মাদ্রিদের ক্লাবটির স্কোয়াড থেকেও একজন তাকে এই ক্লাবে যোগদানের অনুরোধ জানিয়ে খুদে বার্তা পাঠিয়েছেন।নিশ্চয়ই ভাবছেন কে? ভিনিসিয়ুস জুনিয়র! ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে নিয়ে এমবাপে বলেছেন, ‘ভিনি আমাকে অনেক খুদে বার্তা পাঠিয়ে বলেছে,চলে আসো, আমরা আক্রমণভাগে একসঙ্গে খেলব। তবে রিয়াল মাদ্রিদ যে বিশ্বের সেরা ক্লাব, সেটি আমার খেলোয়াড়দের বলে দিতে হবে না। যদিও খেলোয়াড়েরা আমাকে চায়, এটা জেনে ভালো লেগেছে। এমবাপে রিয়ালে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগে গুঞ্জন উঠেছিল, দলটির আক্রমণভাগে তাহলে ফরাসি তারকাকে কোন পজিশনে খেলানো হবে? সাধারণত রিয়ালের বাঁ উইংয়ে খেলেন ভিনিসিয়ুস এবং এই পজিশনে তিনি কয়েক মরসুম ধরেই দুর্দান্ত। ডান উইংয়ে রদ্রিগোকে রেখে তাদের পেছনে বেলিংহামকে খেলান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে এমবাপেও পিএসজির হয়ে গত মরসুমে ভিনিসিয়ুসের পজিশেনই খেলেছেন। সে কারণেই প্রশ্নটি সামনে এসেছে।

এমবাপের কাছে জানতে চাওয়া হয়েছিল, রিয়ালে কোন পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? ফরাসি তারকা বলেছেন, কোচ যেখানে খেলাতে চান আমি সেখানেই খেলব। প্যারিসে আমি আক্রমণভাগে তিনটি পজিশনে খেলেছি, সেটা মোনাকো ও ফ্রান্সের হয়েও। গুরুত্বপূর্ণ ব্যাপার হল শারীরিকভাবে ফিট থাকা। পজিশনটা কোনও বিতর্কের বিষয় নয়, এটা একটি অংশ। আমি খেলতে চাই, কিন্তু কোথায় খেলব সেটি কোচের সিদ্ধান্ত। ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে সমস্যা হবে না জানিয়ে এমবাপে বলেছেন, ভিনিসিয়ুস অনন্য খেলোয়াড়। এমনকী, রদ্রিগো এবং বাকিদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। গ্রেট খেলোয়াড়দের একসঙ্গে খেলতে হবে। ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে কোনও সমস্যা হবে না। সে দুর্দান্ত একটি মরসুম কাটিয়েছে এবং মানিয়ে নেওয়ার দায়িত্বটা আমার। গত মরসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে ২৪ গোল করে দারুণ অবদান রাখেন ভিনিসিয়ুস। তার চেয়ে বেশি গোল করতে পারেননি রিয়ালের কোনও খেলোয়াড়। এমবাপে গতকাল আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেওয়ার পর তাঁকে একটু অন্য রকমভাবে বরণও করে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এমবাপের রিয়ালে যোগ দেওয়ার একটি ছবি পোস্ট করা হয় ক্লাবটির ভেরিফায়েড এক্স হ্যান্ডল থেকে। ভিনি পোস্টটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘১, ২, ৩…আলা মাদ্রিদ।’

 

spot_img

Related articles

১০০ দিনের কাজে ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, মোদি রাজ্যে গ্রেফতার মন্ত্রী-পুত্র

একশো দিনের কাজে বিরাট দুর্নীতি নরেন্দ্র মোদির (Narendra Modi State) রাজ্যে। গুজরাট থেকে গ্রেফতার করা হল বিজেপি মন্ত্রীর...

ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা জরি শিল্পে, হাওড়া ‘জরি হাব’ থেকেই উত্তরণ শিল্পীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বাংলার সুপ্রাচীন জরি শিল্প। বাংলা বিশেষ করে হাওড়ার জরি শিল্প আদতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৮ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

অস্ত্র কারবারি থেকে পাক গুপ্তচর, মাত্র ৫ হাজারে ভারতের তথ্য পাচার নৌমানের

পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলিকে ভারত থেকেই সাহায্য় করা হয়েছে ব্যাপকভাবে। সম্প্রতি পঞ্জাব, হরিয়ানা থেকে ছয় গ্রেফতারিতে পরতে পরতে ফাঁস...