নেশা তো বটেই, রিল (Reels) বানানোই ছিল তাঁর পেশা। আর সেই পেশাই কেড়ে নিল প্রাণ। শুটিংয়ের সময় গভীর খাদে পড়ে মৃত্যু হল মুম্বইয়ের (Mumbai) সোশ্যাল মিডিয়ায ইনফ্লুয়েন্সার (Influencer) আনভি কামদার (Anvi kamda) (২৬)। মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভ জলপ্রপাতে রিল তৈরি করছিলেন পেশায় ট্রাভেল ব্লগার আনভি।

২৬ বছর বয়সী এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তাঁর ট্রাভেল ব্লগগুলির জন্য বেশ পরিচিত ছিলেন। নতুন রিল ভিডিয়ো শুট করতে রায়গড়ের কুম্ভ জলপ্রপাতের কাছে পৌঁছে যান আনভি কামদার। আর সেটাই কাল হয়ে দাঁড়ায় তাঁর জন্য। রিল ভিডিয়ো শ্যুট করার সময় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান তিনি। তবে ছয় ঘণ্টার উদ্ধার অভিযানের পর আনভিকে জীবিত অবস্থাতেই গভীর খাদ থেকে বের করে আনা হয়। তবে তাঁকে মানাগাঁও মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় আনভির। এই বয়সে আনভির মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার ও অনুরাগীরা।