রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার কেস ডায়েরি চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার শুভেন্দুর বিরুদ্ধে পুলিশকে ২৬টি মামলার কেস ডায়েরি পেশ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত’র নির্দেশ, আগামী ৮ অগাস্ট ওই সব মামলায় কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে পুলিশকে। একই সঙ্গে রক্ষাকবচ বহালই থাকছে।এর আগে ওই ২৬টি মামলায় রক্ষাকবচ দিয়েছিল আদালত। বৃহস্পতিবার অন্তর্বর্তী সেই নির্দেশও বহাল রেখেছে আদালত।
প্রসঙ্গত, বছর দুয়েক আগে, ২০২২ সালেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাই কোর্টে আর্জি জানিয়েছিলেন শুভেন্দু। আদালতের কাছে তিনি আবেদন করে বলেছিলেন, দলবদল করার পরে তাঁর বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত’ ভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তাই হয় ওই এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, অন্যথায় ওই সমস্ত অভিযোগের তদন্ত করুক সিবিআই। সেই সময়েই বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছিলেন, আদালতের অনুমতি ছাড়া নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না শুভেন্দুর বিরুদ্ধে। এদিন সেই নির্দেশও বহাল রেখেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।