Wednesday, August 27, 2025

ইউরো কাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারেথ সাউথগেট। গ্যারেথ সাউথগেটের জুতোয় এবার পা গলাবেন কে? এটাই এখন প্রশ্ন। নতুন ম্যানেজার খুঁজতে তড়িঘড়ি আসরে নেমে পড়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। গ্রাহাম পটার, মরিসিও পচেত্তিনোর নাম শোনা যাচ্ছে। তবে সবার উপরে উঠে আসছে ম্যানঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলার নাম। এমনও জানা গিয়েছে, ম্যানসিটির সঙ্গে গুয়ার্দিওলার চুক্তি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেও রাজি ইংল্যান্ড।

গুয়ার্দিওলার পাশাপাশি জুর্গেন ক্লপের নামও সামনে এসেছে। ফুটবল বিশেষজ্ঞরাও জানাচ্ছেন, ইংল্যান্ডের জাতীয় দলের হাল ফেরাতে এই দুজনের মধ্যে একজনকে দরকার। যদিও লিভারপুলের দায়িত্ব ছেড়ে কিছুদিন কাজ থেকে দূরে থাকার কথা জানিয়েছিলেন ক্লপ। দীর্ঘদিন ধরে ট্রফিহীন থাকা লিভারপুলকে এই ক্লপই এনে দিয়েছিলেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ। অন্যদিকে, দায়িত্ব নিয়ে ম্যানসিটিকে পুরো বদলে দিয়েছেন গুয়ার্দিওলা। তবে সিটির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে ২০২৫ পর্যন্ত। শোনা যাচ্ছে, গুয়ার্দিওলার জন্য অপেক্ষা করে আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের কোচ লি কার্সলিকে দায়িত্ব দেওয়া হতে পারে।

টানা আটবছর দায়িত্বে থাকার পর ইংল্যান্ডের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন সাউথগেট। ইউরো কাপের ফাইনালে স্পেনের কাছে হারের ৪৮ ঘণ্টার মধ্যে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। সাউথগেট ইংল্যান্ডকে দুবার ইউরোর ফাইনালে তুললেও চ্যাম্পিয়ন করাতে পারেননি। দেখতে গেলে, ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর বড় মাপের আন্তর্জাতিক কোনও খেতাবও জিততে পারেনি ইংল্যান্ড ফুটবল দল।

আরও পড়ুন- মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি গেল আর্জেন্তিনার ক্রীড়া বিভাগের কর্মীর, কিন্তু কেন ?

 


 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version