Friday, August 29, 2025

১৪ বছরে বাড়েনি কোর্স ফি, আয়-ব্যয় সমতা নিয়ে বৈঠক প্রেসিডেন্সিতে

Date:

ছাত্র স্বার্থ মাথায় রেখে এবার আয় ব্যয় সংক্রান্ত হিসেব নিয়ে বিশেষ বৈঠকে বসলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। দীর্ঘ ১৪ বছরেও বাড়েনি কোর্স ফি(Course Fees)। তাই বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ডিন অফ স্টুডেন্টস-এর (Dean of Students) নেতৃত্বে ইনকাম ও এক্সপেনডিচার রিভিউ কমিটির বৈঠক(Income and Expenditure Review Committee meeting) হল। উপস্থিত ছিল ছাত্র প্রতিনিধি দল। এই মুহূর্তে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বি.এ কোর্সে ভর্তি হতে ১ হাজার ১০০ টাকা, বি.এসসিতে ভর্তি হতে ১ হাজার ২২৫ টাকা, এম.এ- তে ১ হাজার ২৬০ টাকা এবং MSc কোর্সে ১ হাজার ৩৩৫ টাকা লাগে। যখন অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভর্তি হতে হচ্ছে সেখানে এক যুগেরও বেশি সময় ধরে এই ফি স্ট্রাকচারে বিশ্ববিদ্যালয়ের সমতার রক্ষা হচ্ছে কিনা এবার তা নিয়েই আলোচনায় কর্তৃপক্ষ।

এদিন প্রেসিডেন্সির ডিন অরুণকুমার মাইতি বলেন, কলেজের খরচের একটি বড় অংশ আসে সরকারের থেকে। বাকি অংশটুকু প্রতিষ্ঠানের আয়ের উৎস রয়েছে সেখান থেকে তুলতে হয়। সেক্ষেত্রে ছাত্রদের ভর্তি, অ্যালোমনি অ্যাসোসিয়েশন অনুদান থেকে এই অর্থ আসে। এটাই কতটা বাড়ানো যেতে পারে তাই নিয়ে আলোচনা হয়েছে। আসলে চারপাশে যখন সবকিছুর দাম বাড়ছে সেই বাজারে দাঁড়িয়ে কোর্স ফি বৃদ্ধি করা হলেও দুস্থ পড়ুয়াদের কথা মাথায় রাখতে হবে বলে জানিয়েছেন ডিন। যদিও এই নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আয়ের থেকে ব্যয়ের পরিমাণ যাতে মাত্রারিক্ত না হয়ে যায়, তা ঠিক করতেই বৃহস্পতিবারের বৈঠক। সরকারি সাহায্য এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে আয় রয়েছে তার মধ্যে কতটা সমতা রক্ষা করা সম্ভব হচ্ছে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামী বৃহস্পতিবার বলেই প্রেসিডেন্সি সূত্রে খবর।


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version