Monday, August 25, 2025

যিশু- নীলাঞ্জনার সংসারে ভাঙ্গন, বিচ্ছেদের পথে তারকা দম্পতি! 

Date:

বলিউডে যখন বিয়ের মরশুম তখন বিচ্ছেদের আবহ টলিপাড়ায়। শোনা যাচ্ছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের (Jishu Sengupta & Nilanjana Sengupta) সংসারে ভাঙ্গন! নীলাঞ্জনা সোশ্যাল মিডিয়া পোস্টে (Social media post) নিজের নামের পাশ থেকে ‘সেনগুপ্ত ‘ পদবি সরিয়ে নেওয়ার পর থেকেই অনভিপ্রেত গুঞ্জন জোরালো হয়েছে। তাহলে কি যিশুর সঙ্গে বিচ্ছেদের পথে অঞ্জনা ভৌমিক কন্যা?

আজ থেকে বছর কুড়ি আগে ভালবেসে সাতপাকে বাঁধা পড়েন যিশু- নীলাঞ্জনা। একসময় দুজনে চুটিয়ে সিনেমা জগতে কাজ করলেও পরবর্তীতে সংসারের দায়িত্ব সামলাতে ক্যামেরার সামনে থেকে নিজেকে সরিয়ে নেন নীলাঞ্জনা। প্রেমমাখা সুখের সংসার সারা এবং জারা দুই কন্যাসন্তানকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন তিনি। যিশু বর্তমানে টলিউড, বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ব্যস্ত। জাত অভিনেতা হিসেবে নিজেকে চিনিয়ে দিয়েছেন। এই মুহূর্তে বাংলার থেকে বেশি বলিউডেই থাকতে হয় তাঁকে। তাহলে কি দূরত্বই কাল হয়ে দাঁড়ালো? আপনি অবশ্য অন্য খবর শোনা যাচ্ছে। মুম্বইয়ে নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা! দিন কয়েক আগেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন যিশু পত্নী। ডিহাইড্রেশনে ভুগেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী-প্রযোজক। এই কঠিন সময়ে তাঁর মন খারাপের সোশ্যাল মিডিয়া পোস্টে কোথাও স্বামীর কথা নেই। বরং দুই মেয়ে সারা-জারা এবং বোন চন্দনার উল্লেখ। পাশাপাশি মুছে ফেলেছেন ‘সেনগুপ্ত’ পদবি। এখান থেকে জল্পনা বাড়ছে। তাহলে কি সুখী দাম্পত্যের মাঝে আসা তৃতীয় মানুষের কারণেই সেলিব্রেটি স্বামীর থেকে ইচ্ছাকৃতভাবেই দূরত্ব তৈরি করতে চাইছেন নীলাঞ্জনা?

হাসপাতাল থেকে ফিরে যিশু-পত্নী সমাজমাধ্যমে লিখেছেন, ‘এই বছরটা জুড়ে থাকল একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম, ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়, জানলাম আমায় ভালবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হল সারা, জারা, এবং চন্দনা। তোমাদের ভালোবাসি। যাঁরা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ। জীবনের সবচেয়ে অন্ধকার সময় তোমাকে সবথেকে শক্তিশালী করে তোলে।’ নীলাঞ্জনার লেখা এই শেষের লাইনটি থেকেই জল্পনা বাড়ছে।


Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version