Wednesday, November 12, 2025

১৪ বছরে বাড়েনি কোর্স ফি, আয়-ব্যয় সমতা নিয়ে বৈঠক প্রেসিডেন্সিতে

Date:

ছাত্র স্বার্থ মাথায় রেখে এবার আয় ব্যয় সংক্রান্ত হিসেব নিয়ে বিশেষ বৈঠকে বসলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। দীর্ঘ ১৪ বছরেও বাড়েনি কোর্স ফি(Course Fees)। তাই বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ডিন অফ স্টুডেন্টস-এর (Dean of Students) নেতৃত্বে ইনকাম ও এক্সপেনডিচার রিভিউ কমিটির বৈঠক(Income and Expenditure Review Committee meeting) হল। উপস্থিত ছিল ছাত্র প্রতিনিধি দল। এই মুহূর্তে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বি.এ কোর্সে ভর্তি হতে ১ হাজার ১০০ টাকা, বি.এসসিতে ভর্তি হতে ১ হাজার ২২৫ টাকা, এম.এ- তে ১ হাজার ২৬০ টাকা এবং MSc কোর্সে ১ হাজার ৩৩৫ টাকা লাগে। যখন অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভর্তি হতে হচ্ছে সেখানে এক যুগেরও বেশি সময় ধরে এই ফি স্ট্রাকচারে বিশ্ববিদ্যালয়ের সমতার রক্ষা হচ্ছে কিনা এবার তা নিয়েই আলোচনায় কর্তৃপক্ষ।

এদিন প্রেসিডেন্সির ডিন অরুণকুমার মাইতি বলেন, কলেজের খরচের একটি বড় অংশ আসে সরকারের থেকে। বাকি অংশটুকু প্রতিষ্ঠানের আয়ের উৎস রয়েছে সেখান থেকে তুলতে হয়। সেক্ষেত্রে ছাত্রদের ভর্তি, অ্যালোমনি অ্যাসোসিয়েশন অনুদান থেকে এই অর্থ আসে। এটাই কতটা বাড়ানো যেতে পারে তাই নিয়ে আলোচনা হয়েছে। আসলে চারপাশে যখন সবকিছুর দাম বাড়ছে সেই বাজারে দাঁড়িয়ে কোর্স ফি বৃদ্ধি করা হলেও দুস্থ পড়ুয়াদের কথা মাথায় রাখতে হবে বলে জানিয়েছেন ডিন। যদিও এই নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আয়ের থেকে ব্যয়ের পরিমাণ যাতে মাত্রারিক্ত না হয়ে যায়, তা ঠিক করতেই বৃহস্পতিবারের বৈঠক। সরকারি সাহায্য এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে আয় রয়েছে তার মধ্যে কতটা সমতা রক্ষা করা সম্ভব হচ্ছে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামী বৃহস্পতিবার বলেই প্রেসিডেন্সি সূত্রে খবর।


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version