Thursday, August 21, 2025

নন্দীগ্রাম জমি আন্দোলনে “নিখোঁজ” ৩ জনের ডেথ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ হাইকোর্টের!

Date:

অভিশপ্ত সেই ঘটনার ১৪ বছর পার। গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। তারই মধ্যে ঘটেছে রাজ্যে রাজনৈতিক পালাবদল। কিন্তু খুঁজে পাওয়া যায়নি ভূমি আন্দোলনের তিন যোদ্ধাকে! এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram) ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির “নিখোঁজ” ৩ সদস্যের ‘ডেথ সার্টিফিকেট’ বা মৃত্যুর শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে। একমাসের মধ্যে এই শংসাপত্র দিতে হবে স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েতকে। আজ, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

রাজ্যে তখন ক্ষমতায় বামেরা। ২০০৭ সালের নভেম্বর জমি আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠেছিল পূর্ব মেদিবীপুরের নন্দীগ্রাম (Nandigram)। সিপিএম সরকারের বিরুদ্ধে গোকুলনগর থেকে মহেশপুর পর্যন্ত মিছিলে হেঁটেছিলেন সত্যেন কুমার গোল, আদিত্য বেরা এবং বলরাম সিংহ। তারপর নিখোঁজ হয়ে যান তাঁরা। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সক্রিয় সদস্য ছিলেন তিনজনই।পরিবারের তরফে দাবি করা হয়েছিল, তাঁদের খুন করা হয়েছে। কিন্তু দেহ পাওয়া যায়নি আজকে দিনেও।

এদিকে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, পূ্র্ব মেদিনীপুর জেলা পরিষদের তরফে নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনে শহীদদের একটি তালিকা প্রকাশ করা হয় ২০১৬ সালের ১১ আগস্ট। এরপর ২০২২ সালে মৃত্যুর শংসাপত্র চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানান পরিবারের লোকেরা। কিন্তু শংসাপত্র মেলার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করা হয় গতবছর অর্থাত্‍ ২০২৩ সালে।

এদিন মামলাটি শুনানি হয় বিচারপতি শম্পা সরকারের এজলাসে। স্থানীয় পঞ্চায়েতের আধিকারিকদের কাছে বিচারপতি জানতে চান, ‘কী কারণে মৃত্যুর শংসাপত্র দিতে এত দেরি হচ্ছে’? জবাবে পঞ্চায়েতে আধিকারিকরা বলেন, ‘আমরা ভুল স্বীকার করছি। কিন্তু এখন শংসাপত্র পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে’।

এরপরই বিচারপতি বলেন, এক মাসের মধ্যে মৃত্যুর শংসাপত্র চেয়ে পঞ্চায়েতে কাছে অনলাইনে আবেদন করবেন ওই ৩ জনের পরিবারর লোকেরা। অনলাইনে আবেদন ক্ষেত্রে পরিবারের লোককে সবরকম সাহায্য করতে হবে পঞ্চায়েতকে। একমাসের মধ্যেই পরিবারের হাতে তুলে দিতে হবে মৃত্যুর শংসাপত্রও।

এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “এটা একটা সমস্যা হচ্ছিল। সিপিএম জমাতেই নন্দীগ্রাম গণহত্যা হয়। একের পর এক লাশ যে সিপিএম গায়েব করে দিয়েছিল এটাই তার প্রমাণ। মমতাদি বারবার বলেছিলেন গণহত্যা হয়েছে। পরিবারের কারোর নিখোঁজ হিসেবে নাম থাকায় হতেই পারে যে মৃতদের পরিবারের তরফে বিভিন্ন ধরনের প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। অনেকে আশায় ছিলেন যে তারা হয়তো ফিরে আসবেন অথচ সেই লাশ সিপিএম সরিয়ে দিয়েছে। এটা একটা অনিশ্চয়তার মধ্যে থাকা। এই প্রেক্ষিতে আদালত যা সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের আইনজীবীরা খতিয়ে দেখবেন।”

আরও পড়ুন:অগ্নিগর্ভ বাংলাদেশ, কোটা আন্দোলনের বিক্ষোভের মাঝে সোশ্যাল মিডিয়ায় বার্তা সুমনের

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version