Wednesday, May 21, 2025

লোকসভা ভোটে ভরাডুবি হতেই মোদি-শাহের নজরে উত্তর প্রদেশ! কেশবের চালে বেকায়দায় যোগী

Date:

Share post:

লোকসভা নির্বাচনে(Loksabha Election) হারের জন্য দলীয় নেতা-কর্মীদের উপর ব্যর্থতার দায় চাপিয়েছিলেন। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সাফ জানিয়েছিলেন অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই খারাপ ফলাফল হয়েছে। তারপর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছিল লোকসভার ব্যর্থতার দায় কাটাতে মন্ত্রীসভায় বদল আনতে চলেছেন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার (Yogi Adityanath)। সেই জল্পনা এবার সত্যি হতে চলেছে। হারের কারণ খুঁজে বের করে এবার যোগী মন্ত্রীসভায় (Cabinet) বড়সড় রদবদলের ভাবনা বিজেপির (BJP) থিঙ্ক ট্যাঙ্কের।

উল্লেখ্য, সম্প্রতি নাম না করে যোগী আদিত্যনাথের সমালোচনায় সরব হয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য। লোকসভা নির্বাচনে হারের পর যোগী সরকারকে কাঠগড়ায় তুলে তিনি জানিয়েছিলেন, এটা সবসময় মাথায় রাখতে হবে যে সরকারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ সংগঠন। আর বিজেপি নেতার এমন মন্তব্যের জেরে একদিকে উত্তর প্রদেশের গেরুয়া শিবিরে হইচই পড়ে যায়। চরম সমালোচনার মুখে পড়তে হয় যোগী সরকারকে। এরপর আচমকাই যোগীকে ডিঙিয়ে রাজ্যে সংগঠনের হালহকিকত জানাতে দলের রাজ্য সভাপতি চৌধুরী ভুপেন্দ্র সিংকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দিল্লিতে চলে আসেন কেশব। তারপরই তিনি সোজা পৌঁছে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার কাছে। স্পষ্ট জানান, রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের উচিত উত্তরপ্রদেশে মনোনিবেশ করা। একই সঙ্গে যোগী মন্ত্রিসভাতেও রদবদলের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে বুধবার সন্ধেয় রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে দেখা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরই শুরু হয় জোর জল্পনা।

তবে সূত্রের খবর, মন্ত্রীসভায় রদবদল ঘটাতে ইতিমধ্যে হোমওয়ার্ক সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই উত্তর প্রদেশের মন্ত্রীসভায় বড়সড় রদবদল হতে পারেই বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।


spot_img

Related articles

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...

আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর জন্য দিঘার জগন্নাথ ধামে যাত্রা এবার আরও সহজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ড থেকে...