জয় দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল ভারত। প্রথম ম্যাচে হরমনপ্রীত কৌরের দল উড়িয়ে দিল পাকিস্তানকে। এদিন পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দেয় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে বল হাতে তিন উইকেট দীপ্তি শর্মার। ব্যাট হাতে ৪৫ রান স্মৃতি মান্ধনার।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ১০৮ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে ব্যাট হাতে ২৫ রান করেন আমিন। ৫ রান করেন গুল ফিরোজা। ২২ রান করেন তবা হাসান এবং ফতিমা সানা। ভারতের হয়ে তিন উইকেট নেন দীপ্তি শর্মা। দুটি করে উইকেট নেন রেনুকা সিং, পুজা বস্ত্রকার এবং শ্রেয়াঙ্কা পাতিল।


জবাবে ব্যাট করতে নেমে সহজে তুলে নেয় ভারতীয় দল। টিম ইন্ডিয়ার হয়ে ৪৫ রান স্মৃতির। ৪০ রান শেফালি বর্মার। ৫ রানে অপরাজিত অধিনায়ক হরমনপ্রীত কৌর। পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন শায়েদা। একটি উইকেট নেন নাশরা।

আরও পড়ুন- নেতা হিসাবে হার্দিক নন, দলের ক্রিকেটারদের আস্থা সূর্যের ওপরই

