Monday, November 10, 2025

পোশাক নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভ.র্ৎসনা আইনজীবীকে

Date:

ভারতের প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখে পড়লেন এক আইনজীবী। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শুক্রবার এক আইনজীবীকে নেকব্যান্ড ছাড়া আদালত কক্ষে ঢোকায় চরম ভর্ৎসনা করেছেন। আসলে নিয়ম অনুযায়ী কালো কোট সহ নেকব্যান্ড আইনজীবীদের পোশাকের অন্যতম অংশ। এ দিন প্রধান বিচারপতির এজলাসে ওই আইনজীবী একটি মামলায় নিজের সওয়ালে জরুরি শুনানির আর্জি জানান। সেই সময়ই ভারতের প্রধান বিচারপতি ওই আইনজীবীর পোশাক নিয়ে অসন্তুষ্ট হন। ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, দ্রুত মামলার শুনানি চেয়ে একটি ইমেল পাঠান। কিন্তু আপনার নেকব্যান্ড কোথায়? এটা কি কিছু ফ্যাশন প্যারেড চলছে? বার অ্যান্ড বেঞ্চ এই রিপোর্ট করেছে।

যদিও প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে ওই আইনজীবী যুক্তি খাড়া করার চেষ্টা করেন যে, তাড়াহুড়োর জন্য নেকব্যান্ড পড়তে পারেননি তিনি। কিন্তু তার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি প্রধান বিচারপতি। তিনি ওই আইনজীবীকে কড়া ভাষায় বলেন, দুঃখিত, আপনি সঠিক পোশাকে না থাকলে আপনার কথা শুনতে পারব না।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাকে প্রশ্ন করেন,আদালতে কি ফ্যাশন প্যারেড চলছে? আইনজীবীরা আদালত কক্ষে কি পোশাক পড়বেন তার জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়ম অনুসারে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অধস্তন আদালত, ট্রাইব্যুনালে উপস্থিত আইনজীবীরা এমন পোশাক পরবেন, যা হবে শান্তির এবং মর্যাদাপূর্ণ।

আইনজীবীরা একটি কালো বোতামযুক্ত কোট, চাপকান, কালো শেরওয়ানি এবং গাউন সহ সাদা নেক ব্যান্ড পড়েন। এছাড়াও থাকে একটি কালো খোলা ব্রেস্ট কোট। জিন্স ব্যতীত কালো লম্বা ট্রাউজার পরেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, নিম্ন আদালত, দায়রা আদালত বা সিটি সিভিল কোর্ট ছাড়া অন্য আদালতে নেকব্যান্ডের বদলে কালো টাই পরা যেতে পারে।মহিলা আইনজীবীদের জন্যও পোষাকবিধি নির্ধারিত রয়েছে। সাদা কলার দেওয়া ফুলহাতা ব্লাউজ, সাদা শাড়ি, ফুল হাতা জ্যাকেট, সাদা নেকব্যান্ড এবং অ্যাডভোকেট গাউন পড়তে হয় মহিলা আইনজীবীদের। শাড়ির বদলে দোপাট্টা সহ চুড়িদার কুর্তা বা সালোয়ার-কুর্তাও পড়া যেতে পারে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version