অবশেষে পুলিশের জালে সোনারপুরের জামাল। শুক্রবার রাতে কলকাতা লেদার কমপ্লেক্স এবং নরেন্দ্রপুর থানার মাঝামাঝি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে তাকে।

সোনারপুরের সালিশি সভার কাণ্ড মঙ্গলবার প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। এ ঘটনায় আরও দুই অভিযুক্ত, জামালের সঙ্গী মুজিদ খাঁ এবং অরবিন্দ সর্দারকে আগেই গ্রেফতার করে পুলিশ। এর আগে জামালের বাড়িতে হানা দিলেও তাকে সেখানে পাওয়া যায়নি। বন্ধ ছিল মোবাইলও। তবে অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে এদিন তাকে গ্রেফতার করা হল।


আরও পড়ুন- নিরাপত্তা আঁটসাঁট করতে পদক্ষেপ, এবার কালো কাচ লাগানো গাড়িতে নিষেধাজ্ঞা বিধানসভায়
