Thursday, August 21, 2025

দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিপত্তি! দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়, অল্পের জন্য প্রাণরক্ষা

Date:

দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বড়সড় দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদের (Jitin Prasad) কনভয় (Convoy)! সূত্রের খবর, শনিবার যোগীরাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পিলভিটে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রীর গাড়ি-সহ অন্যান্য কনভয়গুলি। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু এদিন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রীর গাড়িটি। তবে বরাতজোরে তিনি প্রাণে বেঁচেছেন বলে খবর।

সূত্রের খবর, শনিবার নিজের কেন্দ্র পিলভিটে গিয়েছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী মন্ত্রী জিতিন। এরপর সেখান থেকে বহেরবা গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল মন্ত্রীর কনভয়। কিন্তু সূত্রের খবর, এদিন কনভয়ের গতিবেগ অত্যন্ত বেশি থাকায় ঘটে যায় দুর্ঘটনা। রাস্তায় যেতে যেতে আচমকাই সামনের কনভয়টি কোনও কারণে ব্রেক কষে বলে খবর। আর তার জেরেই একের পর এক কনভয়ে ধাক্কা লাগে। তবে মন্ত্রীর গাড়ি ছিল কনভয়ের মাঝে। স্বাভাবিকভাবেই সামনে ও পিছনে থাকা কনভয় মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারলে সেটি রীতিমতো দুমড়ে, মুচড়ে যায় বলে খবর। এরপর কোনওমতে পরিস্থিতির সামাল দিয়ে মন্ত্রী-সহ ভিভিআইপিদের অন্য গাড়িতে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর।

তবে এদিন শুধু কেন্দ্রীয় মন্ত্রীই নয় দুর্ঘটনার কবলে পড়েন বিজেপির জেলা সভাপতি সঞ্জীব প্রতাপ সিং, এমএলসি সুধীর গুপ্তা, বড়খেড়ার বিধায়ক প্রবক্তানন্দ। তবে আচমকা এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। চলতি বছরের লোকসভা নির্বাচনে পিলভিট কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করে জিতিনকে। এরপর তিনি জিততেই মোদির মন্ত্রীসভায় জায়গা হয় তাঁর। তবে ঘটনার জেরে চিন্তায় বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version