Thursday, August 21, 2025

একদিকে বাজারে দাম নিয়ন্ত্রণ করে রাজ্যের সাধারণ মানুষদের খানিকটা স্বস্তি দেওয়ার জন্য যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার বিভিন্ন উপায়ে এগোনোর চেষ্টা করছে, তখনই ‘মুনাফা’র লোভে ফের রাজ্যের মানুষকে বিপাকে ফেলতে চলেছে আলু ব্যবসায়ীরা। রবিবার থেকে অনির্দিষ্টকালে জন্য ধর্মঘটের ডাক দিয়েছে আলু ব্যবসায়ীদের সংগঠনগুলি। ফলে একদিকে যেমন বাজারে আলুর যোগানে ঘাটতি পড়তে চলেছে, তেমনই দাম ফের ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

৯ জুলাই বাজারের দাম নিয়ন্ত্রণে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আলু ব্যবসায়ীদের জন্য তিনি সতর্ক হওয়ার বার্তা দিয়েছিলেন। হিমঘরে নির্দিষ্ট পরিমাণ আলু রেখে বাকি আলু বাজারের চাহিদা মেটাতে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি, যাতে রাজ্যের মানুষের চাহিদা পূরণ হয়। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছিলেন, “কিছু লোক আছে বেশি মুনাফার লোভ। এর ফলে কৃত্রিম চাহিদা তৈরি করা হয়। এসব নানা রকম চক্র কাজ করে। এসব চক্র চোখে দেখা যায় না।”

এরপরেই বাজারে বাজারে রাজ্যের টাস্কফোর্স দাম নিয়ন্ত্রণে টহলদারি চালাতে শুরু করে। এমনকি টাস্কফোর্স চলে গেলে যে সব জায়গায় দাম বেড়ে যাচ্ছে বলে অভিযোগ আসে, সেখানে একাধিকবার অভিযান চালানো হয়। সেই সঙ্গে রাজ্যের চাহিদা মেটাতে ভিনরাজ্যে আলু রফতানির উপর জারি হয় নিষেধাজ্ঞা। একদিকে যখন রাজ্যের যাবতীয় চেষ্টা সত্ত্বেও রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে আসছিল না, সেই পরিস্থিতিতে যোগান স্বাভাবিক রাখতে রফতানি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

রাজ্যের এই নির্দেশের জেরে শনিবার বৈঠক করে ধর্মঘটের পথে যান আলু ব্যবসায়ীরা। তাঁদের দাবি, হিমঘর থেকে তাঁরা যখন আলু বের করছেন তখন দাম ২৩ টাকা প্রতি কেজি থাকলেও বাজারে তার দাম হয়ে যাচ্ছে ৩৫ টাকা প্রতি কেজি। অন্যদিকে আলু চাষের মরশুমে বৃষ্টির কারণে চাষের ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে বাইরের রাজ্যে আলু রফতানি না করলে তাঁদের লাভ থাকবে না বলে দাবি করেন তাঁরা। যদিও রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছেন বলেও জানান তাঁরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version