Saturday, May 3, 2025

নিজেদের টানেই একুশের সমাবেশ: চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখে কর্মীদের বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

রাতপোহালেই তৃণমূলের (TMC) ২১ জুলাইয়ের মেগা সমাবেশ। এখন চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। শনিবার সন্ধে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সি, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ তৃণমূলের প্রথমশ্রেণি নেতা-নেত্রীরা। ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মঞ্চের সামনে চেয়ারে বসেন তিনি। সেখানেই একে একে নেতারা এসে দলনেত্রীর সঙ্গ দেখা করে প্রণাম করেন। সকলের সঙ্গে কথা বলেন মমতা। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলে বেশ কিছু নোট লিখে দেন তৃণমূল সভানেত্রী। জানান, নিজেদের টানেই একুশের সমাবেশে আসেন কর্মীরা।লোকসভা ভোটে বিপুল সাফল্যে পরে একুশের সমাবেশ। তাই মেগা সমাবেশের প্রস্তুতি রয়েছে। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা (Mamata Banerjee) জানান, ”২১ জুলাই আমরা শহিদ স্মরণে বিভিন্ন গণ আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি। আর যত নির্বাচন হোক, তার পর আমরা এই দিনটাকে মা-মাটি-মানুষ দিবস হিসাবে বেছে নিই।  সবাই দূর দূর থেকে আসে। সবাইকে বলব, মাথা ঠান্ডা করে আসবেন। বাসে এলে আস্তে আস্তে চালাতে বলবেন, যাতে দুর্ঘটনা না হয়। রেলকে আমরা বলেছিলাম, ১৫ দিন আগে কোনওভাবে যাতে কোনও ট্রেন বাতিল না হয়। রেলে যাঁরা আসবেন, বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না। অনেকে এর আগে বাইরের পিলারে ধাক্কা খেয়ে মারা গিয়েছেন। আমরা চাই না এরকম হোক। এইটুকু বলে গেলাম। আমরা এখানে নেতা নয়, সবাই কর্মী।”

মমতা জানান, ”রবিবার আবহাওয়া একটু খারাপ হতে পারে। অখিলেশকে বলেছি, ও কাল আসবে। বুদ্ধিজীবীরা আসবেন। মনে রাখতে হবে, এটা কোনও রাজনৈতিক সমাবেশ নয়। বাংলা মা- কে রক্ষা করার লড়াই এটা, বাংলার রক্ষার দেশের অস্তিত্ব রক্ষার লড়াই। সবাই আসবেন।”






Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version