Thursday, December 25, 2025

KIFF 2024: চলচ্চিত্র উৎসবে বড় বদল, চেয়ারপার্সন পদ ছাড়ছেন রাজ!

Date:

Share post:

চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film festival) চেয়ারপার্সন পদ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। গত বছরই তিনি মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে অনুরোধ করেছিলেন। রাজের সেই কথা মেনে এবার নতুন কাউকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (30th KIFF) চেয়ারপার্সনের নতুন মুখ হিসেবে উঠে আসছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক পরিচালকের নাম!

কিফের (KIFF) ২৫-তম বছর থেকে টানা চেয়ারপার্সন পদের দায়িত্ব সামলাচ্ছেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। কিন্তু এবার ক্ষমতা ছাড়তে চান। পরিচালকের কথায় অনেক ‘যোগ্যরা’ রয়েছেন যাঁরা এই কাজ খুব ভালোভাবে সামলাতে পারবেন। তাহলে কি কোথাও গিয়ে ‘অভিমান’ হয়েছে রাজের? প্রশ্ন শুনেই স্বভাবচিত হাসিতে শুভশ্রীর স্বামীর উত্তর, ‘অভিমান’ আসলে তাঁর এক সিনেমার নাম। চলচ্চিত্র উৎসবের অনুভূতির সঙ্গে এই শব্দের কোন যোগ নেই। একটানা কাজ থেকে একটু বিরতি নেওয়ার জন্যই পদ ছাড়ার সিদ্ধান্ত। ২০২৩ সালেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জাঁকজমক আগের বছরগুলোকেও ছাপিয়ে যাবে। সেইমতো প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ বছর উৎসব শুরু হবে ৪ ডিসেম্বর। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। যে সব পরিচালক, প্রযোজক ছবি উৎসবে দেখাতে চান, প্রতিযোগিতা বিভাগে যোগ দিতে চান তাঁদের পরিচালিত-প্রযোজিত ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। কিন্তু এত বড় দায়িত্ব সামলাবেন কে? শোনা যাচ্ছে রাজের কুর্সি সামলাতে চলেছেন পরিচালক গৌতম ঘোষ (Gautam Ghosh)। তিনি এই নিয়ে মন্তব্যে নারাজ। পরিচালক জানিয়েছেন, তিনি এই মুহূর্তে রোমে। তাঁর আগামী ছবির প্রিমিয়ার সেখানে হবে। আপাতত তিনি সে সব নিয়ে ব্যস্ত। তবে রাজ এই খবর একেবারে অস্বীকার করেননি। তিনি বলেন, চূড়ান্ত ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী নিজেই।


spot_img

Related articles

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...