Sunday, May 4, 2025

কখনও নাম বিভ্রাট। কখনও নিজের সম্পর্কে ভুল বার্তা। আর এবার নিজের স্ত্রীকেই ভুল করে ফেললেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। একেবারে অন্য মহিলাকে নিজের স্ত্রী জিল মনে করে রীতিমত চুমু খেতে গিয়ে হৈচৈ ফেলে দিলেন বিদায়ী রাষ্ট্রপতি। কোনও রকমে তাঁর স্ত্রী তাঁকে সেই বিড়ম্বনার হাত থেকে রক্ষা করেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ফার্স্ট লেডির সামনে দাঁড়িয়ে এক মহিলাকে চুমু খাওয়ার জন্য প্রায় ঝুঁকে পড়েছেন। ওই মহিলাও রাষ্ট্রপতির স্ত্রী জিল বাইডেনের মতো নীল কোট পরিহিতা। কিন্তু কোনও বিপদ ঘটার আগেই স্বামীকে আটকে নেন ফার্স্ট লেডি জিল।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘটনার সত্যতা যাচাই করা হয়নি। এই বিষয়ে কোনও প্রতিক্রিয়াও দেওয়া হয়নি। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পিছনে রিপাবলিকানদের চক্রান্ত দেখছেন ডেমোক্রাটরা। কারণ এই ভিডিওটি নিশ্চিতভাবে পুরোনো। বর্তমানে কোভিড পজিটিভ হয়ে গৃহবন্দি রাষ্ট্রপতি জো বাইডেন। ফলে তাঁর পক্ষে কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া বর্তমানে সম্ভব না।

তবে চক্রান্ত করে নির্বাচনের আগে কালিমালিপ্ত করার জন্য পুরোনো ভিডিও ভাইরাল করা হলেও ভিডিও-র সত্যতা যাচাই করলে যদি তা সত্য প্রমাণিত হয়, তবে বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। যদিও এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত নিজেই দিয়েছে বাইডেন। তা সত্ত্বেও তাঁর এই ধরনের বিভ্রাটের ঘটনা ডেমোক্রাটদের তাঁকে নেতা হিসাবে বেছে নেওয়াকেই সমালোচিত করবে নির্বাচনী পর্বে।

Related articles

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...
Exit mobile version