Monday, November 3, 2025

দিদি প্রকৃত জননেত্রী, একুশের মঞ্চে মমতার লড়াইকে কুর্নিশ অখিলেশের

Date:

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমন্ত্রণে শহিদ দিবসের (Sahid Dibas) অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন। রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে নেমে তৃণমূল কর্মী, সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা দেখে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন সমাজবাদী পার্টি (Samajwadi Party) সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এদিন শহিদ সমাবেশে বক্তব্য রাখতে উঠে প্রথম থেকেই দিদির প্রশংসায় পঞ্চমুখ অখিলেশ। তিনি বলেন, জননেত্রী কেমন হওয়া উচিত তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই শেখা উচিত। ২১-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরালেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। রবিবার বিমান বন্দর থেকে সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান অখিলেশ। সেখান থেকেই দলনেত্রীর সঙ্গে একই গাড়িতে পৌঁছান ২১-এর মঞ্চে। কালীঘাট থেকে ধর্মতলার এই যাত্রাপথে কর্মী সমর্থকদের প্রতি দলনেত্রীর যে ভালোবাসা স্নেহ লক্ষ্য করেছেন তাতে তিনি আপ্লুত। তাই শহিদ তর্পণের মঞ্চে শুরু থেকেই সেই সুর শোনা গেল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলায়। কর্মীরা যেভাবে দলকে ভালোবেসেছে, দলনেত্রীও তার কয়েকগুণ বেশি ফিরিয়ে দিয়েছেন তাঁদের। দলও সর্বাত্মকভাবে তৃণমূল স্তরের কর্মীদের পাশে থেকেছে।

অখিলেশ যাদব আরও বলেন, দূর পর্যন্ত দিদির দলের কর্মীরা রয়েছেন। দিদিকে ধন্যবাদ যে, এই কর্মসূচিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। দিদি যেভাবে খুশি হয়ে কর্মীদের সঙ্গে দেখা করছেন, এই যে নেতা এবং কর্মীদের সম্পর্ক এটাই দলকে মজবুত করে। যে কর্মীরা শহিদ হয়েছেন, তাঁদের স্মরণ করছি আজ। সব দলের ভাগ্যে এ রকম কর্মী মেলে না, যাঁরা প্রাণ দিতে পারেন। দিদির কাছে এ রকম কর্মী রয়েছেন। কর্মীরাই দলের ভিত্তি। যিনি যত বড়ই নেতা হন, তিনি আসলে কর্মীই থাকেন। কর্মীরা ছোট নন, তাঁরাই বড়। তবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বড় নেত্রী, তাঁর আসল সম্পদ কী? সেটাই এদিন মঞ্চে দাঁড়িয়ে তারই ব্যাখ্যা দিলেন অখিলেশ। তাঁর কথায়, দিদির কাছে এমন কর্মী আছেন, যাঁরা প্রাণ দিতেও প্রস্তুত। এমন সমর্থক থাকা যে কোনও দলের কাছেই ভাগ্যের ব্যাপার। দিদি কীভাবে শহিদদের মনে রেখেছেন, তা এই সভা থেকেই প্রমাণিত হয়।

এদিন মুখ্যমন্ত্রীর লড়াইকে কুর্নিশ জানিয়ে অখিলেশ বলেন, এর আগে নির্বাচনে হাঁটতে পারছিলেন না। পায়ে প্লাস্টার নিয়েই কর্মীদের জন্য লড়েছিলেন। তখন দুটো লাইন বলেছিলাম, এক জন একা লড়ে চলেছেন, জিতে এগিয়ে যাচ্ছেন। কম নেতা রয়েছেন, যাঁরা প্রাণ বাজি রেখে লড়াই করেন এ ভাবে। তাঁর সঙ্গ দিয়েছেন এই বিপুল পরিমাণ কর্মী। এক বার রাজনৈতিক কর্মীরা জোটবদ্ধ হলে, সারা জীবন ওই দলের জন্য লড়াই করেন। এই কর্মীদের ধন্যবাদ দিচ্ছি। শুরুর দিন থেকে এখন পর্যন্ত লড়াই করে চলেছেন, এমন কর্মীদের কুর্নিশ জানাই।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version