শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন তারকা দিমিত্রিওস, বিমানবন্দরে লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাস

গতবার স্ট্রাইকারের সমস্যায় পড়েছিল ইস্টবেঙ্গল।

এবার কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি দিমিত্রিওস ডায়মান্টাকোস। রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রাখেন গত আইএসএল-এর সোনার বুট জয়ী স্ট্রাইকার। ডায়মান্টাকোসকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল লাল-হলুদ সমর্থকদের ভিড়। নতুন বিদেশিকে দেখে উচ্ছ্বাসে ভেসে পড়েন ইস্টবেঙ্গল সমর্থকেরা।

 

গতবার স্ট্রাইকারের সমস্যায় পড়েছিল ইস্টবেঙ্গল। একা ক্লেটন সিলভার কাঁধে দায়িত্ব পড়ে গিয়েছিল। সেই কারণে, এক পজিটিভ স্ট্রাইকারের খোঁজ করছিল লাল-হলুদ। সেই সমস্যা মেটাতে এবার কেরল ব্লাস্টার্স এই স্ট্রাইকারকে দলে সই করিয়েছেন কার্লোস কুয়াদ্রাত। ইতিমধ্যেই কুয়াদ্রাত শহরে চলে এসেছেন। গত মরশুমে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে ১৭ ম্যাচে ১৩ গোল ও ৩টি অ্যাসিস্ট করেন দিমি। হয়েছিলেন লিগের সর্বাধিক গোলদাতা। পেয়েছিলেন সোনার বুট। এবার কেরালা থেকে দুই বছরের চুক্তিতে এসেছেন ইস্টবেঙ্গলে।

দিমিত্রিওসকে পেয়ে উচ্ছ্বসিত লাল-হলুদের হেডস্যার। তিনি বলেছিলেন, “ আমি বলব, দিমি যেভাবে গ্রিস থেকে এসে ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছে, তা এককথায় অবিশ্বাস্য। আমাদের দলে ওর সংযোজন দারুণ ভাবে আক্রমণ ভাগকে শক্তিশালী করবে। ওর কাছে আরও অন্য ক্লাবে খেলার প্রস্তাব ছিল। তবে আমাদের সঙ্গে ওর ফলপ্রসূ আলোচনা হওয়ার পরেই দিমিকে আমরা খেলানোর জন্য রাজি করিয়েছি। ও আমাদের প্রজেক্টে বিশ্বাস করেছে এবং ইস্টবেঙ্গলে যোগ দিয়েছে।”

আরও পড়ুন- মেটেনি লখনৌ-এর সঙ্গে সমস্যা, আইপিএল-এ নিজের পুরনো দলে ফিরতে পারেন রাহুল :সূত্র