Wednesday, November 12, 2025

তৃণমূল (TMC) শুধু বৈঠক, মিছিল করে বামফ্রন্টকে (left front) সরিয়ে ক্ষমতায় আসেনি। কর্মীদের অনেক রক্ত ঝরানোর পরে বাংলাকে সিপিএম (CPIM) মুক্ত করেছে। তবে, লড়াই শেষ হয়নি। এবার সাম্প্রদায়িকতার অন্ধকার থেকে ভারতকে মুক্ত করতে হবে। রবিবার, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর কথায়, “মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি”।

এদিন ফিরহাদ বলেন, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, এই দল কারও কাছে বিলাসের বস্তুর নয়, নিজেকে জারির করার বস্তু নয়। অন্যায়র বিরুদ্ধে যে দাঁড়িয়ে লড়াই করার দল। মানুষের পাশে থেকে লড়াই করতে হবে। এই প্রসঙ্গে সেই সব রক্তক্ষয়ী দিনের কথা স্মরণ করার ফিরহাদ। বলেন, “ধর্মতলার অনশন মঞ্চে একটানা ২৬ দিন অনশন করে মৃত্যু মুখে পড়েছিলেন মমতা। আর একটু দেরি হলেই বিপদ হয়ে যেত। হাজরায় মমতার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। নন্দীগ্রামে তৃণমূল নেত্রীকে মারার ষড়যন্ত্র করে সিপিএম। কিন্তু ভগবানের করুণায় তিনি বেঁচে গিয়েছেন।”

ফিরহাদ বলেন, শহিদের রক্ত হয়নিকো ব্যর্থ। এখন এটা সিপিএম মুক্ত বাংলা। তবে, লড়াই চলছে। অভিষেক দিল্লিতে বাংলার দাবির জন্য লড়াই করছে। এই লড়াই দেশকে সুরক্ষিত রাখার লড়াই। দেশে আজ সাম্প্রায়িকতা কুরে কুরে খাচ্ছে। সেটার বিরুদ্ধে লড়াই চলছে। তৃণমূলের বড় লড়াই দেশ বাঁচানোর লড়াই।

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version