Sunday, November 2, 2025

কোভিডে মৃত্যু গোপনের অভিযোগ! বাজেট পেশের আগে বড় বিপাকে মোদি সরকার

Date:

Share post:

তৃতীয়বারের জন্য টেনেটুনে সরকার গঠন করলেও একের পর এক বাণে বিদ্ধ হতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। এবার কোভিডে মৃতের সংখ্যা নিয়েও রাজনীতির (Politics) অভিযোগ সামনে এলো। এক আন্তর্জাতিক জার্নালে (Journal) দাবি করা হয়েছে, কোভিডের প্রথম বছরে ভারতে যত জনের মৃত্যু হয়েছিল, তার চেয়ে অন্তত ১২ লক্ষ মৃত্যু কম দেখানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের অভিযোগ, কোভিডে মৃতদের নিয়েও রাজনীতি করেছে মোদি সরকার। মৃতের সংখ্যা কমিয়ে দেশবাসীর কাছে মহান হওয়ার যে প্রচেষ্টা মোদি চালিয়েছিলেন তার আসল সত্য সামনে এসেছে। বাজেট অধিবেশনের আগে নরেন্দ্র মোদির (Narendra Modi) দুশ্চিন্তা বাড়াচ্ছে রিপোর্ট।

‘সায়েন্স অ্যাডভান্স’ নামে ওই জার্নালে দাবি করা হয়েছে,সরকারি তথ্যের চেয়ে অনেক বেশি মানুষ ভারতে কোভিডের প্রথম বছরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। যদিও রিপোর্ট সামনে আসতেই ভিত্তিহীন বলে দাবি করেছে নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, খুব অল্প সংখ্যক নমুনার ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকেরা। এত লোকের মৃত্যু নথিভুক্ত হবে না, তা অসম্ভব। কিন্তু সূত্রের খবর ওই সংস্থা তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিয়েছে মৃতদের নিয়েও রাজনীতি করেছে বিজেপি। উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতে কোভিডে আক্রান্ত হয়ে ৫ লক্ষের কাছাকাছি মানুষ মারা গিয়েছিলেন। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, মৃতের সংখ্যা সরকারি হিসাবের অন্তত দশগুণ বেশি। প্রায় পঞ্চাশ লক্ষের কাছাকাছি। বিরোধীদের অভিযোগ, করোনায় মৃত্যু লুকোতে নরেন্দ্র মোদি সরকার দেশের বিভিন্ন প্রান্তে মৃতদেহ পুড়িয়ে দেয়। অনেক মৃতদেহ নদীতে ভাসিয়ে বা নদীর চরে লাশ পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ।

সায়েন্স অ্যাডভান্স জার্নালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও নিউ ইয়র্কের দ্য সিটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দলের দাবি, ২০২০ সালে ভারতে কোভিডে নথিভুক্ত মৃত্যুর চেয়ে ১১.৯ লক্ষ বেশি মানুষ মারা গিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, কোভিডের প্রথম বছরে সব থেকে বেশি মৃত্যু হয় ভারতে। সরকারের পরিসংখ্যান অনুযায়ী ২০২০-তে দেশে ১.৪৮ লক্ষ মানুষ করোনায় মারা যায়। অথচ, গবেষকদের মতে ওই সময়ে দেশে প্রায় ১২ লক্ষের কাছাকাছি করোনায় মৃত্যু লুকিয়েছে সরকার। রিপোর্টে বলা হয়েছে, পুরুষদের থেকে অনেক বেশি সংক্রমিত হন মহিলারা।

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...