Wednesday, August 20, 2025

শুধুমাত্র ভয় পেয়েই ১ কোটি ২০ লক্ষ টাকা খোয়ালেন বেঙ্গালুরুর ৭৭ বছর বয়সী বৃদ্ধা। নিশ্চয়ই ভাবছেন এও সম্ভব?কিন্তু এমনই ঘটনা ঘটেছে। একের পর এক ফোন। কখনও টেলিকম বিভাগ এবং কখনও মুম্বই ক্রাইম বাঞ্চ থেকে ফোন। গত ২৬ জুন প্রথমবার লক্ষ্মী শিবকুমার নামের এক মহিলাকে টেলিকম বিভাগের নামে ফোন করে বলা হয় যে, তার নামে একটি সিম কার্ড তোলা হয়েছে। এই সিম কার্ডটি ব্যবহার করে আর্থিক প্রতারণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান ওই মহিলা। টেলিকম বিভাগের নামে যারা ফোন করেছিল তারা জানায়, আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয়েছে লক্ষ্মীর নামে এবং এই বিষয়ে তাঁকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ থেকেও ফোন করা হবে।

এরপরই নাটকীয়ভাবে ঘণ্টাখানেকের মধ্যে আরও একটি ফোন আসে। সেই ফোনে জানানো হয়, লক্ষ্মীর বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে এবং তার নামে এফআইআর দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করার জন্য লক্ষ্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস চায় প্রতারকরা। ভয়ে সেই তথ্য তাদের দিয়েও দেন ওই বৃদ্ধা।এরপরই বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা কেটে নেওয়া হয়। এই বিষয়ে লক্ষ্মীকে জানানো হয়, তদন্তের জন্যই এই টাকা কাটা হয়েছে। কিছু ভ্যারিফিকেশনের পর তা কিছুদিনের মধ্যেই ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু টাকা কেটে নেওয়ার পর লক্ষ্মী শিবকুমারের কাছে আর কোনও ফোন আসেনি ।

বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, তথ্য শেয়ার না করলে বাড়িতে পুলিশ পাঠানোর এবং জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। তাই তিনি কিছুটা ভয় পেয়ে গিয়েই ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিয়েছেন। তিনি এও জানান, একটি এফআইআর কপি এবং অ্যারেস্ট ওয়ারেন্টের ছবি পাঠিয়েছিল প্রতারকরা। পুলিশে খতিয়ে দেখেছে, সবটাই ভুয়ো। বেঙ্গালুরু পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ প্রকৃত সত্য খুঁজে বের করার জন্য তদন্ত করছে।

 

 

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version