Thursday, May 8, 2025

৪৮ ঘণ্টা আন্দোলন স্থগিত: সিদ্ধান্ত বাংলাদেশ ছাত্র সংগঠনের, মৃত্যু ছাড়াল ১৬০

Date:

বাংলাদেশ (Bangladesh) সুপ্রিম কোর্টের রায়ের পরেই আন্দোলন থেকে সরে না আসার বার্তা দিয়েছিলেন দেশের আন্দোলনরত ছাত্র সংগঠনগুলি। এবার ৪৮ ঘণ্টা আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন তাঁরা। বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার বৈঠক করে কোটা সংক্রান্ত সিদ্ধান্ত শোনাবে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকার। সেই ঘোষণার উপর নির্ভর করে আন্দোলনের গতিপথ নির্দিষ্ট করবে ছাত্র সংগঠনগুলি।

কোটা বিরোধী আন্দোলনে নজিরবিহীনভাবে প্রায় ১৬৩ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃতদের মধ্যে যেমন আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়ারা রয়েছে তেমনই পুলিশকর্মীরাও রয়েছেন। যদিও সরকারের দাবি ঢাকা শহরে তিন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০০০ পুলিশকর্মী যাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ প্রশাসনের দাবি, এখনও পর্যন্ত ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে বিরোধী দল বিএনপির (BNP) নেতারাও রয়েছেন। প্রশাসনের একাংশের দাবি, আন্দোলনে আগুন ঢেলেছে বিএনপি।

বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে ১৫ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে দেখানো হয়েছে কোথায় কোথায় কীভাবে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। আশ্চর্যজনকভাবে সেখানে আন্দোলনকারীদের মৃত্যু নিয়ে কোনও তথ্য নেই। রবিবার সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে উল্লেখ করা হয়েছে, রায়ের উপরে সিদ্ধান্ত নিতে পারবে সরকার। সেক্ষেত্রে হাসিনা সরকার আদৌ কত কোটা বজায় রাখবেন, তা নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবারের আগে জানা যাবে না।

আন্দোলনকারী ছাত্র সংগঠন ‘বিভেদ বিরোধী ছাত্র সংগঠন’ (Students Against Discrimination) দাবি করেছিল তাঁরা আন্দোলনের পথে থেকে সরে আসছেন না। তবে সুপ্রিম কোর্টের রায়ের পরে তাঁরা ৪৮ ঘণ্টার আন্দোলন বিরতির বার্তা দেন। মঙ্গলবার সরকার তাঁদের দাবি মেনে কী সিদ্ধান্ত নেন, তার উপর আন্দোলনের গতি স্থির করা হবে বলে জানান তাঁরা।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version