Tuesday, November 4, 2025

ভারতীয় ক্রিকেটে কতটা গুরুত্ব বিরাট-রোহিতের? জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর

Date:

২৭ জুলাই থেকে শুরু হতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের তিনটি টি-২০ এবং তিনটি একদিনের সিরিজ। সেই ম্যাচ খেলতে আজই শ্রীলঙ্কা উড়ে গেল টিম ইন্ডিয়া। টি-২০ ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ভারতের এই দুই তারকার এই সিদ্ধান্তকে সম্মান জানালেও, বিরাট-রোহিতের একদিনের ক্রিকেটে কতটা গুরুত্ব রয়েছে, তা এদিন জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর।

এদিন শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে প্রধান কোচ অজিত আগারকারকে পাশে বসিয়ে বলেন, “ বিরাট ও রোহিত দেখিয়েছে যে, ওরা কী করতে পারে। ওদের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৭ সালের বিশ্বকাপেও ওরা খেলতে পারে। যে কোনও দল যে কোনও সময় এমন দু’জন ক্রিকেটারকে নিজেদের দলে চাইবে।“

এরপরই জিজি আরও বলেন,” বড় মঞ্চে কীভাবে খেলতে হয়, সেটা ওরা দেখিয়ে দিয়েছে। সেটা টি-২০ বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের বিশ্বকাপ। আমার কাছে একটা জিনিস পরিষ্কার যে, ওদের মধ্যে এখনও প্রচুর ক্রিকেট প্রতিভা বেঁচে রয়েছে। সবচেয়ে বড় কথা, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। অস্ট্রেলিয়া সফর রয়েছে। আর যদি ওরা ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে ২০২৭-র বিশ্বকাপও ওদের সামনে রয়েছে। ওরা কতদিন খেলতে চাইবে, সেটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা পুরোপুরি ওদের উপরে যে, দলের সাফল্য কতটা অবদান রাখতে পারবে। শেষ পর্যন্ত, দলই আসল। বিরাট-রোহিতদের খেলা এখনও বিশ্বসেরা। কোনও টিমই ওদের ছাড়তে চাইবে না।”

আরও পড়ুন- শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার আগে বিরাট প্রসঙ্গে মুখ খুললেন গম্ভীর, কী বললেন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ ?


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version