শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়ার বদলে ক্রিকেটের ছোট ফর্ম্যাটে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সূর্যের হাতে। কেন হার্দিককে সরিয়ে সূর্যের হাতে দায়িত্ব তুলে দেওয়া হল , সেই নিয়ে এবার মুখ খুললেন দলের প্রধান নির্বাচক অজিত আগারকার। সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে উড়ে যাবে ভারতীয় দল। তার আগে হেড কোচ গৌতম গম্ভীরকে পাশে বসিয়ে উত্তর দিলেন আগারকার।

এই প্রসঙ্গে আগারকার বলেন , “ আমরা একদিনে অধিনায়ক নির্বাচক করিনি। অনেকদিন ধরে আলোচনা হয়েছে। সাজঘর থেকে খবর নিয়েছি। তারপরেই নতুন অধিনায়ক হিসাবে সূর্যকে ভেবেছি। আমাদের হাতে সময় আছে। পরের টি-২০ বিশ্বকাপ দু’বছর পরে। আশা করি সূর্য ভালভাবে নেতৃত্ব দেবে।“ আগারকারের এই কথার পরেই প্রশ্ন উঠছে তবে কি সাজঘরে হার্দিকের ভাবমূর্তি খুব একটা ভাল নয়? সতীর্থদের সঙ্গে কি তাঁর সম্পর্ক খারাপ? সেই জন্যই কি সূর্যকে বেশির ভাগ ক্রিকেটার অধিনায়ক হিসাবে দেখতে চেয়েছেন? যদিও সেই নিয়ে মুখ খোলেননি তিনি।
তবে এরপরই আগারকার হার্দিকের প্রশংসায় বলেন, “ হার্দিক অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওর মতো প্রতিভা খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু ওর ক্ষেত্রে ফিটনেস একটা সমস্যার জায়গা। আমরা এমন একজন অধিনায়ককে চেয়েছিলাম, যাকে সব ম্যাচে পাওয়া যাবে।“

আরও পড়ুন- দলবদলে বড় চমক মোহনবাগানের, বাগানে সই পাঁচ সোনার বুটের মালিকের
