দাম নিয়ন্ত্রণে না এলে রফতানি নয়! আলুর দাম কমাতে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর

0
2

আলুর দাম (Potatoes Price) নিয়ন্ত্রণে এবার বড় পদক্ষেপ রাজ্যের। মঙ্গলবার বিধানসভা (Assembly) ভবনে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়েছেন, যতদিন না পর্যন্ত দাম নিয়ন্ত্রণে আসে ততদিন রাজ্যের বাইরে আর আলু রফতানি (Export) করা যাবে না।

একইসঙ্গে এদিনের বৈঠকে বাজারে আলুর যোগান পর্যাপ্ত রাখতে বিশেষ কিছু নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসনিক সূত্রে খবর। এদিন মুখ্যমন্ত্রী পরিষ্কার জানান, “দাম না কমা অবধি ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না। আগে দাম কমুক। দুর্নীতি রুখতে নতুন সংগঠন গঠন করতে হবে”। এরপরই রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদারকে ওই সংগঠন গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। মমতার স্পষ্ট নির্দেশ, আলু নিয়ে যেন কোনও সংকট তৈরি না হয় সেটা সবার আগে নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী এদিন বারবার মনে করিয়ে দেন, মানুষ যেন বাজারে গিয়ে বিপদে না পড়েন। সেবিষয়ে সর্বদা লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট নিয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রীর।

এদিকে গত পয়লা জুলাই থেকে চালু হওয়া তিনটি নতুন ফৌজদারি আইন নিয়ে এদিন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিন সেই কমিটিকেও আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।