Saturday, May 3, 2025

মঙ্গলবার তৃতীয় এনডিএ (NDA) সরকারের পূর্ণাঙ্গ বাজেট (Union Budget) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তবে এদিন সকাল থেকে নজর থাকলেও এবছরও দেশবাসীকে ফের খালি হাতেই ফেরাল মোদি সরকার (Modi Govt)। কোনও ক্ষেত্রেই আশার আলো দেখাতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে চলতি বাজেটে রেল (Rail) নিয়ে দেশবাসী অনেকটাই আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে সাধারণ মানুষকে বলা যায় খালি হাতেই ফেরালেন নির্মলা। দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক রেল দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বড়সড় কিছু ঘোষণার আশা করা হয়েছিল। কিন্তু সেখানেও নামমাত্র কয়েকটি নতুন ট্রেন ঘোষণা ছাড়া আর কিছুই দিতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

তবে একটু ভালো করে ঘেঁটে দেখলেই বোঝা যাবে বছর খানেকের মধ্যে দেশে বেশ কয়েকটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। সে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসই হোক বা করমণ্ডল, দেশবাসী লাগাতার রেল দুর্ঘটনায় লাশের পাহাড় জমতে দেখলেও সেদিকে নজরই দিল না রেল। উল্লেখ্য, রেল দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের বাঁচাতে ‘কবচ’ চালুর কথা উঠলেও বাজেটে তা নিয়ে কোনও ঘোষণাই শোনা গেল না। আর মোদি সরকারের এমন সিদ্ধান্তে কার্যত পরিষ্কার তৃতীয়বারের জন্য জোট শরিকের কাঁধে ভর করে ক্ষমতায় আসার পরই তড়িঘড়ি বাজেট পেশ করে দেশবাসীর মন পাওয়ার চেষ্টা মোদির।

কিন্তু আখেরে মঙ্গলবারের বাজেটে কোনও দিশা দেখাতে রীতিমতো ব্যর্থ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শুধুমাত্র সান্ত্বনা পুরস্কারের মতো ক্ষমতায় আসার কারণে রেল বাজেটে নাম মাত্র কিছু ঘোষণা করে আখেরে দেশবাসীকে বিপদের মুখে ঠেলে দিল কেন্দ্র। পরিষেবা যাতে আরও উন্নত করা যায় তার জন্য দেশবাসী টাকা খরচ করলেও তাঁদের ভাগ্যে কিছুই মেলেনি। তবে এদিনের বাজেট ঘোষণার পরই বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। বিরোধীদের অভিযোগ, এটা লোক দেখানো বাজেট ছাড়া কিছুই নয়। এই বাজেট বিহার ও অন্ধ্রপ্রদেশকে পাল্টা উপহার দেওয়ার বাজেট।

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version