Wednesday, November 5, 2025

ঋণ স্বীকারের সাহস নেই, বাজেটে ‘বাংলার প্রকল্প’ অনুকরণ করতেই ক্ষুব্ধ ব্রাত্য

Date:

রাজ্যের একের পর এক প্রকল্পকে নকল করে নিজেদের নামে চালিয়েছে কেন্দ্র। এই অভিযোগ একেবারেই নতুন নয়। কিন্তু মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটেও (Union Budget) বাংলার প্রকল্পকে অনুকরণের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। এবার শিক্ষাক্ষেত্রেও (Education) টুকলি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ঘোষণা করেছেন, উচ্চশিক্ষায় প্রতি বছর ১ লাখ পড়ুয়াকে ঋণ দেওয়া হবে। এই নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তুলেছেন, ১৩০ কোটির দেশে কোন শতাংশের হারে এক লক্ষ পড়ুয়াকে এই ধরনের ঋণ দেওয়া হচ্ছে? এবার শিক্ষাক্ষেত্রে বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় বাজেটের তীব্র কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেক আগেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card) মাধ্যমে পড়ুয়াদের ৫০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে। এবার তাকেই নকল করে পড়ুয়াদের জন্য ঘোষণা করল কেন্দ্র। কিন্তু সেক্ষেত্রেও কৃতজ্ঞতা স্বীকারের কোনও সৌজন্যই দেখা গেল না।

এদিন কেন্দ্রের ‘টুকলি’র বিরোধিতা করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, “জনবিরোধী সরকারের জনবিরোধী বাজেট। তার মধ্যে যেটুকু লক্ষণীয় তা হল ‘টোকাটা দেখুন’। অর্থাৎ পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা অবধি ঋণ প্রকল্প, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পকে নকল করতে হয়েছে। তা টুকছেন, টুকুন। আমাদের আপত্তি নেই, খালি ঋণ স্বীকারটুকু করার সাহস দেখালে ভাল হত না”? উল্লেখ্য, এদিনের বাজেটে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর রাজ্যের জন্য ঢালাও ঘোষণা করলেও শিক্ষাখাতে বরাদ্দ কমিয়েছে বিজেপি সরকার।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version