Saturday, May 3, 2025

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অশান্তির ছাঁয়া। অশান্তি তিন প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, কার্ল হুপারকে ঘিরে। সম্প্রতি লারা নিজের আত্মজীবনীতে লিখেছেন, প্রথম যখন তিনি জাতীয় দলে ঢুকেছিলেন, তখন সপ্তাহে লারাকে তিন বার কাঁদাতেন স্যর ভিভ রিচার্ডস।আর কার্ল হুপারকেও নাকি কাঁদতে হত সপ্তাহে একবার। আর এতেই বিতর্ক। যদিও লারার এই দাবি মানতে নারাজ হুপার নিজেও। তিনি ভিভ রিচার্ডসের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে লারাকে ক্ষমা চাইতে বলেছেন।

আত্মজীবনী ‘লারা: দ্য ইংল্যান্ড ক্রনিকলস বইয়ে লারা লিখেছেন, “ভিভ সপ্তাহে তিনবার আমাকে কাঁদাত। হুপারকে সপ্তাহে একবার। ভিভের গলার স্বরটাই খুব বিরক্তিকর ছিল। আপনি মানসিক ভাবে শক্ত না হলে সেই স্বরে সহজেই প্রভাবিত হবেন। আমি কোনও দিন প্রভাবিত হইনি। বরং স্বাগত জানিয়েছিলাম। কারণ ওর অধীনে আমি অনেক কিছু শিখতে পেরেছি। জানতাম কখন উনি খারাপ কথা বলবেন। মানসিক ভাবে আমি শক্তপোক্ত ছিলাম। হুপারও ভিভের থেকে দূরে থাকতে চাইত।” আর এতেই সমস্যা দেখা দিয়েছে। লারার এই বক্তব্যের বিরোধিতা করেছেন ভিভ। শুধু ভিভ নন, বিরোধিতা করেছেন হুপারও । তারা যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “ ব্রায়ান লারার সাম্প্রতিক বইয়ে যেভাবে ভুল তথ্য দেওয়া হয়েছে, তাতে আমরা ভীষণভাবে আহত হয়েছি। এই অভিযোগগুলি শুধু সত্যের বিকৃতি নয়, তারসঙ্গে দুজনের চরিত্র ও সুনামের জন্য ক্ষতিকর। এতে দুজনের সম্পর্ক খারাপ করা চেষ্টা করা হয়েছে। আমরা চাই, লারা দ্রুত সর্বসমক্ষে এসে ক্ষমা প্রার্থনা করুন। এটা তাঁদের ব্যক্তিগত ও পেশাদার জীবনের সততাকে বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version