Sunday, May 4, 2025

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অশান্তির ছাঁয়া। অশান্তি তিন প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, কার্ল হুপারকে ঘিরে। সম্প্রতি লারা নিজের আত্মজীবনীতে লিখেছেন, প্রথম যখন তিনি জাতীয় দলে ঢুকেছিলেন, তখন সপ্তাহে লারাকে তিন বার কাঁদাতেন স্যর ভিভ রিচার্ডস।আর কার্ল হুপারকেও নাকি কাঁদতে হত সপ্তাহে একবার। আর এতেই বিতর্ক। যদিও লারার এই দাবি মানতে নারাজ হুপার নিজেও। তিনি ভিভ রিচার্ডসের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে লারাকে ক্ষমা চাইতে বলেছেন।

আত্মজীবনী ‘লারা: দ্য ইংল্যান্ড ক্রনিকলস বইয়ে লারা লিখেছেন, “ভিভ সপ্তাহে তিনবার আমাকে কাঁদাত। হুপারকে সপ্তাহে একবার। ভিভের গলার স্বরটাই খুব বিরক্তিকর ছিল। আপনি মানসিক ভাবে শক্ত না হলে সেই স্বরে সহজেই প্রভাবিত হবেন। আমি কোনও দিন প্রভাবিত হইনি। বরং স্বাগত জানিয়েছিলাম। কারণ ওর অধীনে আমি অনেক কিছু শিখতে পেরেছি। জানতাম কখন উনি খারাপ কথা বলবেন। মানসিক ভাবে আমি শক্তপোক্ত ছিলাম। হুপারও ভিভের থেকে দূরে থাকতে চাইত।” আর এতেই সমস্যা দেখা দিয়েছে। লারার এই বক্তব্যের বিরোধিতা করেছেন ভিভ। শুধু ভিভ নন, বিরোধিতা করেছেন হুপারও । তারা যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “ ব্রায়ান লারার সাম্প্রতিক বইয়ে যেভাবে ভুল তথ্য দেওয়া হয়েছে, তাতে আমরা ভীষণভাবে আহত হয়েছি। এই অভিযোগগুলি শুধু সত্যের বিকৃতি নয়, তারসঙ্গে দুজনের চরিত্র ও সুনামের জন্য ক্ষতিকর। এতে দুজনের সম্পর্ক খারাপ করা চেষ্টা করা হয়েছে। আমরা চাই, লারা দ্রুত সর্বসমক্ষে এসে ক্ষমা প্রার্থনা করুন। এটা তাঁদের ব্যক্তিগত ও পেশাদার জীবনের সততাকে বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version