Wednesday, August 27, 2025

মুখ্যমন্ত্রীর মৌলিক অধিকারে হস্তক্ষেপ, রাজ্যপালের করা মামলায় সরব মমতার আইনজীবী

Date:

রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে যে মামলা করেছেন তা গড়িয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)ডিভিশন বেঞ্চ পর্যন্ত। বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বেঞ্চে শুনানি শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদিন বলেন, সংবাদপত্র এবং গণমাধ্যমে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে মূল অভিযোগ ছিল। অথচ মামলায় সেইসব সংবাদপত্রকে পার্টি করা হয়নি। এটা কী করে হয়? সুপ্রিম কোর্টে আদৌ কোনও রক্ষাকবচ আছে কি না, তা নিয়ে মামলা বিচারাধীন। তাছাড়া রাজ্যপালের বিরুদ্ধে পাবলিক ডোমেনেই অভিযোগ উঠেছে। সাংবিধানিক পদে কী হচ্ছে তা জনগণের জানার অধিকার আছে।

এদিন মামলার শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রীর আইনজীবী জানান, সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী কোনও মানহানিকর মন্তব্যই করেননি। কোর্টের কাছে এ-ধরনের কোনও তথ্যই নেই। রাজ্যপালের মানহানি কোন কথায় হয়েছে কিংবা আদৌ হয়েছে কিনা সেটাই প্রমাণিত হয়নি আদালতে, এমনকী আবেদনও করা হয়নি। অথচ সে-নিয়ে আদালত অন্তর্বর্তী নির্দেশ জারি করে দিয়েছে। এটা কী করে সম্ভব? আগামিকাল দুপুর সাড়ে বারোটায় ফের মামলার শুনানি।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version