Friday, December 5, 2025

প্যারিস অলিম্পিকের ফুটবলে আজ মুখোমুখি ইজরায়েল ও মালি, স্টেডিয়ামে এক হাজার পুলিশ

Date:

Share post:

আজ রাতে প্যারিস অলিম্পিকের ফুটবল ম্যাচে মুখোমুখি হবে ইজরায়েল ও মালি। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে ইজরায়েল ও মালির মধ্যে ম্যাচে প্রায় এক হাজার পুলিশ মোতায়েন করা হবে। আজ রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে প্রতিবাদের আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পার্ক দে প্রিন্সেসে ইজরায়েল–মালি ম্যাচ এবং লিঁওতে ইউক্রেন–ইরাক ম্যাচকে বড়সড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে ফ্রান্সের নিরাপত্তা বাহিনী। ইউক্রেন–ইরাক ম্যাচটি শুরু হবে আজ রাত ১১টায়। দারমানিন বলেছেন, ‘সব প্রতিযোগিতারই নিরাপত্তা পরিকল্পনা থাকে। কিন্তু এটা সত্যি যে এ দুটি ম্যাচ, বিশেষ করে পার্ক দে প্রিন্সেসের ম্যাচে নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী ব্যূহ থাকবে। আজ রাতে পার্ক দে প্রিন্সেসে হাজারখানেক পুলিশ কর্তা থাকবেন, যাঁরা নিশ্চিত করবেন আমরা খেলাধুলার জন্যই সেখানে আছি।’

প্যারিস অলিম্পিকে অংশ নিতে যাওয়া ইজরায়েলের সব অ্যাথলিটকে ২৪ ঘণ্টা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী দেবে ফ্রান্সের এলিট পুলিশ বাহিনী। অলিম্পিক ভিলেজ কিংবা ভিলেজ ছেড়ে অ্যাথলিটরা বাইরে গেলেও তাদের সঙ্গে নিরাপত্তাকর্মী থাকবেন। ফরাসি পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আজ ‘স্টেডিয়ামে বিশৃঙ্খলা ও প্রতিবাদী কর্মসূচির আশঙ্কা’য় রয়েছে। তারা আরও জানিয়েছে, ‘গ্যালারি থেকে অপমানজনক ভাষাও ব্যবহার করতে পারেন’ দর্শকেরা কিংবা জাতীয় সংগীতের সময় পতাকা প্রদর্শনের পাশাপাশি দুয়োও দেওয়া হতে পারে।সাম্প্রতিক সময়ে ইজরায়েলকে নিয়ে প্রতিবাদে মুখর হয়েছে ফ্রান্সের সক্রিয় গোষ্ঠী ইউরো প্যালেস্টাইন। তারা জানিয়েছে, গাজায় ‘গণহত্যা’র প্রতিবাদে স্টেডিয়ামের ভেতরে শান্তিপূর্ণ প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছে।

গাজায় যুদ্ধের প্রতিবাদে ইজরায়েলকে প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল ফিলিস্তিন। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান টমাস বাখ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গতকাল ফিলিস্তিনের এই দাবি নাকচ করে দেন। বাখ নিজেকে ‘রাজনৈতিক ব্যবসা’য় জড়াবেন না জানিয়ে বলেছেন, ‘আইওসির অবস্থান খুব পরিষ্কার। আমাদের দুটি জাতীয় অলিম্পিক কমিটি আছে। বিশ্ব রাজনীতির সঙ্গে এটাই পার্থক্য এবং এ বিষয়ে তারা শান্তিপূর্ণভাবে সহ–অবস্থান করছে।’

 

spot_img

Related articles

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...

বাংলা বলায় বাংলাদেশে পুশ ব্যাক: লোকসভায় প্রসঙ্গ তুলতেই বন্ধ করা হল শতাব্দীর মাইক!

তাঁরই লোকসভা ক্ষেত্রের বাসিন্দা সোনালি খাতুন। বৈধ ভারতীয় হওয়া সত্ত্বেও বিজেপির ডবল ইঞ্জিন সরকার তাঁকে ও তাঁর পরিবারকে...

রাশিয়ার সহযোগিতায় ভারতে সবথেকে বড় পারমাণবিক প্রকল্প: ঘোষণা পুতিনের

পারমাণবিক পরীক্ষার কথা ঘোষণা করে সম্প্রতি গোটা বিশ্বকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।...

পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী: সেবাশ্রয়-২ ক্যাম্প থেকে দ্রুত চিকিৎসা

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) স্বপ্নের প্রকল্প সেবাশ্রয়(Sebashray) আবারও প্রমাণ করল—সাধারণ মানুষের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসা...