এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে দুরন্ত খেলল ভারতের মেয়েরা।এশিয়া কাপের সেমিতে পৌঁছল দুরন্ত মেয়েরা ৷ নেপালকে নিয়ে কার্যত ছেলেখেলা করল ৷ নেপালের বিরুদ্ধে বিশাল জয়ের মাঝে কিছুটা আক্ষেপ, অল্পের জন্য সেঞ্চুরি মিস ওপেনার শেফালি ভার্মার।মঙ্গলবার গ্রুপ এ -র ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া ৷ শাফালি ভর্মা ব্যাট হাতে নেপালি বোলারদের কার্যত দুরমুশ করলেন ৷
এদিকে এই বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে নেপালের মহিলা ক্রিকেট দল ৷ দলের ৮ রানে প্রথম উইকেট খোয়ানো শুরু হয় আর সেই ধারাই চলতে থাকে ৷ ২০ ওভারে ১০০ রানেও পৌঁছতে পারল না টিম নেপাল ৷ ৯ উইকেটে ৯৬ রানে থমকে যায় নেপাল ৷