Sunday, November 2, 2025

শুভেন্দুর ভুয়ো অভিযোগের পাল্টা চন্দ্রিমার, মুখ বাঁচাতে Walkout বিজেপি বিধায়কদের

Date:

কোনও আলোচনাতে থেকে গঠনমূলক কাজ নয়। শুধু গোলমাল পাকিয়ে সভার কাজ পন্ড করাই বিজেপির কাজ। রাজ্যের Walkout নিয়ে প্রশ্ন তুলে বুধবার দুপুরে তুমুল হট্টগোলের পরিস্থিতি হয় বিধানসভায়। পরে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এদিন NEET কেলেঙ্কারি নিয়ে বিধানসভায় আলোচনার কথা। রাজনৈতিক মহলের মতে, সেই বিড়ম্বনা এড়াতেই এই কৌশল বিরোধীদের।এদিন বিধানসভায় (Assembly) অভিবেশনের শুরুতেই BJP-র তরফে রাজ্যে মহিলাদের উপর নির্যাতন অভিযোগ তুলে স্পিকারের কাছে আলোচনার আবেদন জানানো হয়। বিজেপি বিধায়কদের পক্ষে প্রস্তাব পাঠ করেন অগ্নিমিত্রা পল। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) অভিযোগ তুলে বলেন, বিধানসভায় তাঁদের নাকি বলতে দেওয়া হচ্ছে না।

এর তীব্র প্রতিবাদ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বলেন, “রাজ্যের হাত থেকে আইন শৃঙ্খলার অধিকার কেড়ে নেওয়ার জন্য কেন্দ্র তিনটি ফৌজদারি আইন লাগু করেছে। রাজ্যের প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে।” হট্টগোলের জন্যে বিরোধীদেরই দায়ী করেন চন্দ্রিমা।

এর পরে ফের গোলমাল শুরু করেন বিজেপি বিধায়করা। পাল্টা স্লোগান দেন শাসকদলের বিধায়করাও। তুমুল হৈ হট্টগোলের মধ্যে অধিবেশন থেকে Walkout করেন বিজেপির বিধায়করা। বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান তাঁরা। রাজনৈতিক মহলে, নিট কেলেঙ্কারি নিয়ে আলোচনা এড়াতেই অজুহাত তুলে অধিবেশন ছেড়েছে বিজেপি।






Related articles

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...
Exit mobile version