জম্মু-কাশ্মীরে লিথিয়াম আকরিক নিয়ে দেবের প্রশ্নের উত্তর রেড্ডির

জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) রিয়াসি জেলার সালালহাইমনা এলাকায় বক্সাইটের মধ্যে আনুমানিক ৫৯ লক্ষ টন লিথিয়াম আকরিকের সন্ধান পাওয়া নিয়ে সাংসদ দীপক অধিকারীর (Dev) প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষান রেড্ডি (G. Kishan Reddy)। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশের মধ্যে প্রথম লিথিয়ামের সন্ধান মেলে বলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI)তরফে জানানো হয়।

সংসদে এই বিষয়ে কেন্দ্রীয় পদক্ষেপের কথা জানতে চাওয়া হলে, বুধবার মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের লিথিয়াম ব্লক নিলামের জন্য রেখেছিল। তবে, নিলাম সফল হয়নি। ব্লকটি সফলভাবে নিলাম হওয়ার পরেই, ইজারাদার খনন এবং পরবর্তীতে উৎপাদন চালানো হবে। পাশাপাশি খনন ও উত্তোলনের টন প্রতি খরচ অনুমান করা যাবে।


Previous articleবাংলার প্রতি বঞ্চনা: ‘BUDGET’ বর্ণের ব্যাখ্যা করে সংসদে প্রতিবাদের ঝড় তুললেন অভিষেক
Next articleনিজেকে শেষ করতে ১৯ তলা থেকে ঝাঁ.প দেওয়ার কথা ভেবেছিলেন শামি! বি.স্ফোরক উমেশ যাদব