Friday, November 28, 2025

নিজেকে শেষ করতে ১৯ তলা থেকে ঝাঁ.প দেওয়ার কথা ভেবেছিলেন শামি! বি.স্ফোরক উমেশ যাদব

Date:

Share post:

মহম্মদ শামির বন্ধু উমেশ কুমার যাদব এবার বিস্ফোরক দাবি করলেন। উমেশ জানিয়েছেন, এক সময় নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন শামি। শুভঙ্কর মিশ্রের পডকাস্ট-এ দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন উমেশ। আসলে শামি তাঁর ভাল বন্ধু। অনেকটা সময় শামিকে খুব কাছ থেকে দেখেছেন উমেশ। তিনি জানিয়েছেন, স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিচ্ছেদের পরিস্থিতি শামির জন্য বেশ চাপের ছিল। কারণ হাসিন তার বিরুদ্ধে নির্যাতনের মামলাও করেছিলেন।এক পাকিস্তানি মহিলার কাছ থেকে টাকা নিয়ে শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও তুলেছিলেন তিনি। যদিও কর্তৃপক্ষ শামিকে এই অভিযোগ থেকে অব্যহতি দিয়েছে।

তার বন্ধু উমেশ কুমার এবার শুভঙ্কর মিশ্রর পডকাস্টে জানান, একটা সময় শামি নিজেকে শেষ করার কথা ভাবতে শুরু করেছিলেন।ভারতীয় ফাস্ট বোলারের বন্ধু উমেশ একটি সাক্ষাৎকারে শামির সম্পর্কে বলেছেন, শামি সেই সময় সবকিছুর সাথে লড়াই করছিল। ও আমার সঙ্গে আমার বাড়িতে থাকত। কিন্তু যখন ফিক্সিংয়ের অভিযোগ ওঠে, তখন ও ভেঙে পড়েছিল। শামি বলেছিল, ও সব কিছু সহ্য করতে পারে, তবে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ সহ্য করতে পারবেন না। উমেশ আরও বলেন, সেই রাতে বড় কিছু করতে চেয়েছিল ও। ভোর ৪টের দিকে যখন ঘুম থেকে উঠেছিলাম জল খেতে, আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম ও ১৯ তলার বারান্দায় দাঁড়িয়ে ছিল। আমি বুঝতে পারছিলাম, ও কী করার কথা ভাবছে!

তিনি আরও বলেন, আমি মনে করি সেই রাত ছিল শামির জীবনের দীর্ঘতম রাত। পরে একদিন যখন আমরা কথা বলছিলাম, ওর ফোনে একটি মেসেজ আসে, জানা যায় শামিকে মামলার তদন্ত কমিটি থেকে ক্লিন চিট দেওয়া হয়েছে। বিশ্বকাপ জেতার পরও হয়তো সেদিনের মতো খুশি হত না ও।
উমেশ বলেন, ও বলছিল, আমি যদি আজ মহম্মদ শামি না হতাম, কেউ আমার পরিস্থিতি নিয়ে চিন্তা করত না। মিডিয়া এতে আগ্রহী হত না। তাহলে আমি কেন সেই জিনিসটি ছেড়ে দেব যা আমাকে শামি হিসাবে পরিচিতি দিয়েছে। তাই আমি ক্রিকেট খেলব। আগের থেকেও ভাল খেলব।

 

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...