Monday, May 5, 2025

প্যারিস অলিম্পিক শুরুর আগেই নানান বিতর্কিত ঘটনা ঘটছে। ইতিমধ্যেই করোনার থাবা বসেছে অলিম্পিক্স ভিলেজে। এবার গণ ধর্ষণের ঘটনায় তোলপাড় সেখানকার নিরাপত্তা নিয়ে। অলিম্পিক্সের আগে প্রশ্ন উঠে গেল প্যারিসের নিরাপত্তা নিয়ে। অভিযোগ, ২৫ বছর বয়সি অস্ট্রেলিয়ার এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। পাঁচ যুবক তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ঘটনার পরে মধ্যরাতে প্যারিসের একটি কবাবের দোকানে আশ্রয় নেন ওই তরুণী।

প্যারিস পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ জুলাই অনেক রাত পর্যন্ত প্যারিসের একটি পানশালায় মদ্যপান করেন ওই তরুণী। ওই পানশালাতেই এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। পরের দিন ওই যুবকের সঙ্গে অনেক জায়গায় ঘুরতে যান অস্ট্রেলীয় তরুণী। রাতে ফের পানশালায় যান দু’জনে। সেখানে ওই যুবক তার আরও চার বন্ধুকে ডেকে আনেন। পাঁচ জন মিলে তরুণীকে এক জায়গায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

নির্যাতনের পরে অনেক কষ্টে যুবকদের হাত থেকে ছাড়া পান ওই তরুণী। ভয়ে তিনি প্যারিসের একটি কবাবের দোকানে আশ্রয় নেন। দোকানের সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, ছেঁড়া পোশাকে বিধ্বস্ত হয়ে এক তরুণী দোকানে ঢুকছেন। তিনি গিয়ে দোকানের মালিকের কাছে সাহায্যের আবেদন করেন। তখন ওই দোকানে অনেকেই ছিলেন। কয়েক জন এগিয়ে আসেন। তারা যখন তরুণীর সঙ্গে কথা বলছেন, তখনই এক যুবক দোকানে ঢোকেন। তাকে দেখে তরুণী বলেন, যারা তাঁকে ধর্ষণ করেছে তাদের মধ্যে ওই ব্যক্তিও আছেন। এরপরই কয়েক জন মিলে ওই যুবককে ধরার চেষ্টা করেন। ধাক্কাধাক্কি শুরু হয়। কিন্তু ওই যুবক সেখান থেকে পালিয়ে যান। এরপরই দোকানের মালিক পুলিশকে খবর দেন। পুলিশ এসে তরুণীর অভিযোগ নথিভুক্ত করে। তরুণী জানিয়েছেন, যে পাঁচ যুবক তাকে ধর্ষণ করেছেন তারা আফ্রিকার কোনও দেশের। কিন্তু তাদের নাম বা অন্য পরিচয় তার জানা নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অলিম্পিক্স শুরুর প্রাক লগ্নে এই ঘটনা প্যারিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কারণ, অলিম্পিক্সের সময় বিভিন্ন দেশের সমর্থকেরা সেখানে থাকবেন। সেই সময় যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে তার দিকে খেয়াল রাখতে বলা হয়েছে পুলিশকে।

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version