Sunday, August 24, 2025

প্যারিস অলিম্পিক শুরুর আগেই নানান বিতর্কিত ঘটনা ঘটছে। ইতিমধ্যেই করোনার থাবা বসেছে অলিম্পিক্স ভিলেজে। এবার গণ ধর্ষণের ঘটনায় তোলপাড় সেখানকার নিরাপত্তা নিয়ে। অলিম্পিক্সের আগে প্রশ্ন উঠে গেল প্যারিসের নিরাপত্তা নিয়ে। অভিযোগ, ২৫ বছর বয়সি অস্ট্রেলিয়ার এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। পাঁচ যুবক তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ঘটনার পরে মধ্যরাতে প্যারিসের একটি কবাবের দোকানে আশ্রয় নেন ওই তরুণী।

প্যারিস পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ জুলাই অনেক রাত পর্যন্ত প্যারিসের একটি পানশালায় মদ্যপান করেন ওই তরুণী। ওই পানশালাতেই এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। পরের দিন ওই যুবকের সঙ্গে অনেক জায়গায় ঘুরতে যান অস্ট্রেলীয় তরুণী। রাতে ফের পানশালায় যান দু’জনে। সেখানে ওই যুবক তার আরও চার বন্ধুকে ডেকে আনেন। পাঁচ জন মিলে তরুণীকে এক জায়গায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

নির্যাতনের পরে অনেক কষ্টে যুবকদের হাত থেকে ছাড়া পান ওই তরুণী। ভয়ে তিনি প্যারিসের একটি কবাবের দোকানে আশ্রয় নেন। দোকানের সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, ছেঁড়া পোশাকে বিধ্বস্ত হয়ে এক তরুণী দোকানে ঢুকছেন। তিনি গিয়ে দোকানের মালিকের কাছে সাহায্যের আবেদন করেন। তখন ওই দোকানে অনেকেই ছিলেন। কয়েক জন এগিয়ে আসেন। তারা যখন তরুণীর সঙ্গে কথা বলছেন, তখনই এক যুবক দোকানে ঢোকেন। তাকে দেখে তরুণী বলেন, যারা তাঁকে ধর্ষণ করেছে তাদের মধ্যে ওই ব্যক্তিও আছেন। এরপরই কয়েক জন মিলে ওই যুবককে ধরার চেষ্টা করেন। ধাক্কাধাক্কি শুরু হয়। কিন্তু ওই যুবক সেখান থেকে পালিয়ে যান। এরপরই দোকানের মালিক পুলিশকে খবর দেন। পুলিশ এসে তরুণীর অভিযোগ নথিভুক্ত করে। তরুণী জানিয়েছেন, যে পাঁচ যুবক তাকে ধর্ষণ করেছেন তারা আফ্রিকার কোনও দেশের। কিন্তু তাদের নাম বা অন্য পরিচয় তার জানা নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অলিম্পিক্স শুরুর প্রাক লগ্নে এই ঘটনা প্যারিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কারণ, অলিম্পিক্সের সময় বিভিন্ন দেশের সমর্থকেরা সেখানে থাকবেন। সেই সময় যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে তার দিকে খেয়াল রাখতে বলা হয়েছে পুলিশকে।

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version