Wednesday, November 12, 2025

নিট কেলেঙ্কারি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রমাণ, কটাক্ষ অভিষেকের

Date:

২১- এর মঞ্চ থেকেই নিট দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের একবার এই একই বিষয়ে সংসদে গর্জন তুললেন তিনি। নিটের মত সর্ব ভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা সুষ্ঠভাবে আয়োজন করতে না পারা যে আসলেই কেন্দ্রের অক্ষমতা সেকথা এদিন ফের একবার চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দেন অভিষেক।

অভিষেক এদিন বলেন, মোদিজির তৃতীয় সরকার, হারিয়ে গিয়েছে শিক্ষার অধিকার। এই সরকার পড়ুয়াদেরও বঞ্চিত করে। কমপক্ষে ৩৩ লক্ষ মেধাবী ছাত্রের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে বিজেপি। সংসদে বিরোধীরা আলোচনার দাবি জানালেও প্রধানমন্ত্রী এই নিয়ে একটাও শব্দ খরচ করেনি। বাংলার মুখ্যমন্ত্রী মেডিক্যাল পরীক্ষা আয়োজনের দায়িত্ব রাজ্যের হাতে তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন। কিন্তু তাতেও কেন্দ্রীয় সরকার কোনও মন্তব্য করেনি। বঞ্চনার একগুচ্ছ যুক্তি সামনে দাঁড় করিয়ে অভিষেকের সংযোজন, সারা দেশে কেন্দ্রীয় বিদ্যালয়ে ১২ হাজারেরও বেশি শূন্যপদ পূরণের অপেক্ষায় রয়েছে, দেশ জুড়ে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে ৭ লক্ষ ৫০ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ১ লক্ষ ২০ হাজারেরও বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। দেশ জুড়ে আত্মঘাতীদের মধ্যে ৮ শতাংশের বেশি পড়ুয়ারা। প্রতিবছর প্রায় ১৩ হাজার ছাত্র-ছাত্রী প্রাণ হারায়। কিন্তু কেন্দ্রের সরকারের সেই বিষয়ে কোনও হেলদোল নেই।

আরও পড়ুন- মোদি সরকারের ভাঁওতার বাজেটের সমালোচনায় লোকসভায় অভিষেকই যেন ‘বিরোধী দলনেতা’!

 

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version