Thursday, November 13, 2025

নিট কেলেঙ্কারি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রমাণ, কটাক্ষ অভিষেকের

Date:

২১- এর মঞ্চ থেকেই নিট দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের একবার এই একই বিষয়ে সংসদে গর্জন তুললেন তিনি। নিটের মত সর্ব ভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা সুষ্ঠভাবে আয়োজন করতে না পারা যে আসলেই কেন্দ্রের অক্ষমতা সেকথা এদিন ফের একবার চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দেন অভিষেক।

অভিষেক এদিন বলেন, মোদিজির তৃতীয় সরকার, হারিয়ে গিয়েছে শিক্ষার অধিকার। এই সরকার পড়ুয়াদেরও বঞ্চিত করে। কমপক্ষে ৩৩ লক্ষ মেধাবী ছাত্রের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে বিজেপি। সংসদে বিরোধীরা আলোচনার দাবি জানালেও প্রধানমন্ত্রী এই নিয়ে একটাও শব্দ খরচ করেনি। বাংলার মুখ্যমন্ত্রী মেডিক্যাল পরীক্ষা আয়োজনের দায়িত্ব রাজ্যের হাতে তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন। কিন্তু তাতেও কেন্দ্রীয় সরকার কোনও মন্তব্য করেনি। বঞ্চনার একগুচ্ছ যুক্তি সামনে দাঁড় করিয়ে অভিষেকের সংযোজন, সারা দেশে কেন্দ্রীয় বিদ্যালয়ে ১২ হাজারেরও বেশি শূন্যপদ পূরণের অপেক্ষায় রয়েছে, দেশ জুড়ে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে ৭ লক্ষ ৫০ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ১ লক্ষ ২০ হাজারেরও বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। দেশ জুড়ে আত্মঘাতীদের মধ্যে ৮ শতাংশের বেশি পড়ুয়ারা। প্রতিবছর প্রায় ১৩ হাজার ছাত্র-ছাত্রী প্রাণ হারায়। কিন্তু কেন্দ্রের সরকারের সেই বিষয়ে কোনও হেলদোল নেই।

আরও পড়ুন- মোদি সরকারের ভাঁওতার বাজেটের সমালোচনায় লোকসভায় অভিষেকই যেন ‘বিরোধী দলনেতা’!

 

Related articles

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...
Exit mobile version