Thursday, August 21, 2025

কলকাতা হাইকোর্টে বিচারপতিদের পক্ষপাতিত্বের অভিযোগে দীর্ঘদিন ধরে সরব তৃণমূল কংগ্রেস। তার সবথেকে বড় উদাহরণ বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই পরিস্থিতিতে হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে নিয়োগও স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মতামত না মেলায় প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

সম্প্রতি সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার পরই রাজ্যসভায় বিরোধী দলের সাংসদরা প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে বিচারক ও বিচারপতিদের অবসরের পরে রাজনীতিতে যোগদানের বিরোধিতায় বিল আনেন। তার উদাহরণ হিসাবেও সবার আগে নাম আসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর এই পদক্ষেপ কার্যত বিচারব্যবস্থার নিরপেক্ষতার উপরই প্রশ্ন তুলে দিয়েছে।

এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের নয়জন অস্থায়ী বিচারপতির স্থায়ীকরণের প্রস্তাব সুপ্রিম কোর্টে পেশ কার হয়। তাঁদের অস্থায়ী পদের মেয়াদ ৩১ অগস্ট শেষ হচ্ছে। হাইকোর্টের কলেজিয়ামের পক্ষ থেকে তাঁদের স্থায়ীকরণের পক্ষে সম্মতি জানানো হয়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্মতি ছাড়া স্থায়ী পদে নিয়োগ সম্ভব নয়। তাঁদের তরফে থেকে কোনও মতামত জানানো হয়নি। রাজ্যের তরফ থেকে বিচারপতিদের নিয়োগের আগে তাঁদের নিরপেক্ষতার দাবি আগে বারবার জানানো হয়েছে।

বর্তমানে অস্থায়ী পদে থাকা বিচারপতি বিশ্বরূপ চৌধুরী, বিচারপতি পার্থসারথি সেন, বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস, বিচারপতি উদয় কুমার, বিচারপতি অজয়কুমার গুপ্ত, বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য, বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়, বিচারপতি অপূর্ব সিংহ রায় এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির অস্থায়ী পদে মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version