Monday, November 10, 2025

শেষ মুহূর্তে পিছিয়ে গেল মুখ্য়মন্ত্রী দিল্লি সফর, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কি!

Date:

Share post:

কথা ছিল বৃহস্পতিবার দুপুর ৩টের বিমানে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৭ জুলাই নীতি আয়োগের (Niti Ayog) গভর্নিং কাউন্সিলের বৈঠক। ওই বৈঠকে যোগ দিতে এদিন যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে গেল সফর। সূত্রের খবর, শুক্রবার দিল্লি যেতে পারেন মমতা। তবে, এখনও এ বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি।২৩ তারিখ লোকসভায় পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। মঙ্গলবারই সেই বাজেটকে দিশাহীন, জনবিরোধী, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে তীব্র আক্রমণ করেছেন মমতা। তারপরেই বৃহস্পতিবার তার দিল্লি যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ২৭ তারিখ দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠক। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এদিন নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর। পাশাপাশি, দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করে সংসদের বিরোধী জোটের চাপ বাড়ানোর বিষয় নিয়ে তৃণমূল সুপ্রিমো পরামর্শ দিতে পারেন বলে জানা যায়। একই সঙ্গে INDIA-র জোটসঙ্গীদের সঙ্গেও তৃণমূল (TMC) সভানেত্রীর বৈঠকের সম্ভাবনা ছিল। শুক্রবার, দিল্লিতে একটি মিট দ্য প্রেস কর্মসূচিও ছিল তাঁর। কিন্তু মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তে সফর পিছিয়ে দিলেন। শুক্রবার যাবেন কি না, তা নিশ্চিত নয়।

এই পরিস্থিতিতে মমতা (Mamata Banerjee) নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কি না- এখন এইটাই প্রশ্ন। এর আগেও অনেকবার নিজে না গিয়ে অমিত মিত্রকে এই বৈঠকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ, তাঁর অভিযোগ, নীতি আয়োগে রাজ্যের কথা শোনা হয় না। এবার বৈঠকে যোগ দেওয়ার আগে তাঁর বক্তব্য লিখিত আকারে চাওয়া হয়েছে- এ কথা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “সভায় যোগ দেওয়ার আগে আমাদের বক্তব্য জানতে চেয়েছে। তাই আগে যা কিছু মুলতুবি ছিল আমরা তার খসড়া পাঠাচ্ছি। তারা বৈঠকের আগে লিখিত বক্তব্য চাইছেন। তবে আমি যা বলব, সভায় স্বতঃস্ফূর্তভাবে বলব।” তবে, এবার নীতি আয়োগের বৈঠক নিয়ে নয়া বিতর্ক দেখা দিয়েছে। অন্ধ্রপ্রদেশ ও বিহারের তুলনায় বাংলা-সহ অবিজেপি রাজ্যগুলি ব্রাত্য। যার প্রতিবাদে ইন্ডিয়া জোটের শরিকগুলি নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন। বিরোধী জোটে থাকা কর্নাটক, কেরল, তেলেঙ্গানা, তামিলনাড়ু, দিল্লি, পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা জানিয়েছেন, তাঁরা ওই বৈঠকে যাবেন না। এই পরিস্থিতি দিল্লি সফরে মমতা যাবেন কি না তা স্পষ্ট নয়।






spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...