মহানগরীতে সকাল সকাল যাত্রীবাহী বাসে আগুন আতঙ্ক। বিরাটি -বিবাদীবাগ রুটের মিনি বাসে ধোঁয়া, আতঙ্কে গাড়ি থেকে নেমে পড়েন যাত্রীরা। সেন্ট্রাল অ্যাভিনিউ- এম জি রোড ক্রসিং-এর (Central Avenue MG Road crossing) কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। কোনমতে গাড়িটিকে মহাজতি সদনের (Mahajati Sadan) কাছে নিয়ে গিয়ে স্টার্ট বন্ধ করার চেষ্টা করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান যান্ত্রিক ত্রুটির কারণেই ধোঁয়া। মিনিবাসের চালককে আটক করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। কোন হতাহতের ঘটনা নেই। দ্রুত পরিস্থিতির স্বাভাবিক করে পুলিশ (KP)।
