বিপাকে কঙ্গনা রানাওয়াত, খোয়াতে হবে সাংসদ পদ!

হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকেই লোকসভা নির্বাচনে (Loksabha Election) প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranawat)। সাংসদ হিসেবে রাজনৈতিক ইনিংস শুরু করতে না করতেই বিপাকে কঙ্গনা। কদিন আগেই বিমানবন্দরে চড় খেয়েছিলেন, এবার সাংসদ পদ খোওয়া যেতে পারে নায়িকার! অভিনেত্রীর নির্বাচন বাতিল করার আবেদন করেছেন কিন্নর জেলার এক বাসিন্দা। এর প্রেক্ষিতেই বিজেপি সাংসদকে নোটিশ পাঠিয়েছে আদালত!

মান্ডি লোকসভা আসনে লড়তে চেয়েছিলেন কিন্নরের বাসিন্দা লায়ক রাম নেগি (Layak Ram Negi)। হিমাচল প্রদেশ বন বিভাগের এই প্রাক্তন কর্মীর অভিযোগ জেলাশাসক ভুলভাবে তাঁর মনোনয়নপত্র প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলছেন, নির্বাচনের মনোনয়নপত্রের সঙ্গে বন বিভাগের জারি করা একটি ‘নো ডিউ সার্টিফিকেট’, বিদ্যুৎ, জল ও টেলিফোন বিভাগের ‘নো ডিউ সার্টিফিকেট’-ও দাখিল করতে বলেছিলেন রিটার্নিং অফিসার। সময়সীমা ছিল মাত্র একদিন। তাও তিনি সব ডকুমেন্ট জমা দেওয়ার পরও অন্যায় ভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। মান্ডি লোকসভা আসনে থেকে ৭৪ হাজার ৭৫৫ ভোটে জয়ী হন বিজেপির প্রার্থী কঙ্গনা রানাওয়াত। এরপরই নেগি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলায় রিটার্নিং অফিসার তথা জেলাশাসককেও পার্টি করা হয়েছে।নোটিশ জারি করে, ২১ অগস্টের মধ্যে কঙ্গনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জ্যোৎস্না রাওয়াল।


Previous articleস্বর্ণমুদ্রায় খোদাই শাহরুখের মুখ! বলিউড বাদশার মুকুটে নয়া পালক
Next articleচোপড়ায় অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, জলপাইগুড়িতে অল্পের জন্য প্রাণ রক্ষা!