নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মমতা

নীতি আয়োগের (Niti Ayog) গভর্নিং কাউন্সিলের বৈঠকে আজ বিকেল তিনটের বিমানে দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৭ জুলাই বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা সাক্ষাতের সময় চাইলেও সচিবালয়। শুক্রবার সংসদীয় দলের বৈঠক। এবারের দিল্লি সফরে লোকসভায় বিরোধী জোটের চাপ বাড়ানোর বিষয় নিয়ে দলীয় সাংসদদের সঙ্গে পরামর্শ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো বলে ঘাসফুল শিবির সূত্রে খবর।

মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর থেকেই বাংলার বঞ্চনা নিয়ে সরব তৃণমূল সাংসদরা। বুধবার লোকসভায় ঝড় তুলেছেন অভিষেক। এবার বাংলার অপ্রাপ্তি ইস্যুকে সামনে রেখে দলীয় সাংসদদের লড়াইয়ের রূপরেখা নির্দেশ করে দিতে পারেন মমতা। একই সঙ্গে INDIA-র জোটসঙ্গীদের সঙ্গেও তৃণমূল (TMC) সভানেত্রীর বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। ২৭ তারিখ অর্থাৎ শনিবার দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠক। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বৈঠকে যোগ দেওয়ার আগে তাঁর বক্তব্য লিখিত আকারে চাওয়া হয়েছে। এ কথা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “তারা সভায় যোগ দেওয়ার আগে আমাদের বক্তব্য জানতে চেয়েছে। তাই আগে যা কিছু মুলতুবি ছিল আমরা তার খসড়া পাঠাচ্ছি। তারা বৈঠকের আগে লিখিত বক্তব্য চাইছেন। তবে আমি যা বলব,সভায় স্বতঃস্ফূর্তভাবে বলব।” আগামী ২৮ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন বলে খবর।


Previous articleসন্ত্রাস দমনেও টোটাল ফেল! দেশে জঙ্গি হামলার তথ্য তুলে ধরে বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ