Saturday, January 17, 2026

সংসদে প্রথম দিনেই অভিজিতের শব্দ চয়ন নিয়ে তোলপাড় লোকসভা

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ বুধবার লোকসভায় প্রথম বক্তৃতা দিয়েছেন। কিন্তু সেই প্রথম বক্তৃতা তার কাছে মোটেই সুখকর হলো না। প্রথম বক্তৃতাতেই ‘গডসে’ খোঁচা শুনতে হল তাঁকে। তিনি কংগ্রেস সাংসদকে পাল্টা ‘স্টুপিড’ বলায় তোলপাড় পড়ে গেল লোকসভায়।

অভিজিৎ বিজেপিতে যোগ দেওয়ার পর বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। অভিজিৎ বলেছিলেন, মহাত্মা গান্ধী নাকি নাথুরাম গডসে—কার পক্ষে তাঁর থাকা উচিত তা নিয়ে তাঁর মধ্যে বিভ্রান্তি রয়েছে। গডসে কেন গান্ধীকে হত্যা করেছিলেন সেটাও ভাবার বিষয় বলে তিনি মত প্রকাশ করেছিলেন বুধবার লোকসভায় অভিজিৎ বক্তৃতা দেওয়ার সময়ে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তাকে সেই গডসে প্রসঙ্গেই খোঁচা দেন। অভিজিৎ পাল্টা তাঁকে বলেন, স্টুপিড। তা নিয়ে তীব্র আপত্তি জানান বিরোধীরা। তাঁরা বলেন, সাংসদ অসংসদীয় কথা বলেছেন। এই শব্দকে লোকসভার রেকর্ড থেকে বাদ দিতে হবে।

গৌরব গগৈ তাঁর উদ্দেশে বলেন, মাননীয় সাংসদের থেকে এই অসংসদীয় শব্দ আমরা আশা করিনি। সংসদে এটা বলা যায় না। পরে স্পিকার ওম বিড়লা বলেন, বিজেপি সাংসদ কী বলেছেন, তা নিয়ে বিবেচনা করে দেখবেন। প্রয়োজনে তা রেকর্ড থেকে বাদ যাবে।

আসলে রাজনীতিতে নবীন অভিজিৎ এদিন বাজেট বিতর্কে অংশ নিয়ে স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাহাত্ম্য বোঝাতেই গোটা সময় কাটিয়ে দেন।অভিজিতের তত্ত্ব হল, আয়করে যে ছাড় দিয়েছে সরকার, তাতে চাকরিজীবীদের প্রচুর টাকা সাশ্রয় হবে। সেই টাকার একাংশ তাঁরা খরচ করবেন। তাতে বাজারে চাহিদা বাড়বে। আবার ওই টাকার একাংশ তাঁরা ব্যাঙ্কে জমাবেন। ব্যাঙ্ক সেই টাকা শিল্প সংস্থাকে ঋণ হিসাবে দেবে এবং দেশে উৎপাদন বাড়বে।

তার এই ব্যাখ্যা যে কতটা অন্তঃসারশূন্য তা বিশেষজ্ঞরাই জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন- নীতি আয়োগের বৈঠক-দলীয় সাংসদদের সঙ্গে আলোচনা: আগামিকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

spot_img

Related articles

দুবছরের অপেক্ষার অবসান, বক্সায় ক্যামেরাবন্দি বাঘের ছবি

বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে (Buxa Tiger Reserve) শেষবার ডোরাকাটার দর্শন মিলে ছিল ২০২৩ সালে। পরবর্তী দুই বছরে অপেক্ষায়...

কেমন যাবে আপনার আজকের দিনটি…

মেষ: কাজের সন্ধানে বিদেশ বা দূরস্থানে যোগাযোগের সম্ভাবনা। আর্থিক উন্নতি আশা। তবে দূরে যাতায়াতে সতর্ক থাকুন। বৃষ: সৃজনশীলদের জন্য...

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...