Wednesday, July 2, 2025

সংসদে প্রথম দিনেই অভিজিতের শব্দ চয়ন নিয়ে তোলপাড় লোকসভা

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ বুধবার লোকসভায় প্রথম বক্তৃতা দিয়েছেন। কিন্তু সেই প্রথম বক্তৃতা তার কাছে মোটেই সুখকর হলো না। প্রথম বক্তৃতাতেই ‘গডসে’ খোঁচা শুনতে হল তাঁকে। তিনি কংগ্রেস সাংসদকে পাল্টা ‘স্টুপিড’ বলায় তোলপাড় পড়ে গেল লোকসভায়।

অভিজিৎ বিজেপিতে যোগ দেওয়ার পর বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। অভিজিৎ বলেছিলেন, মহাত্মা গান্ধী নাকি নাথুরাম গডসে—কার পক্ষে তাঁর থাকা উচিত তা নিয়ে তাঁর মধ্যে বিভ্রান্তি রয়েছে। গডসে কেন গান্ধীকে হত্যা করেছিলেন সেটাও ভাবার বিষয় বলে তিনি মত প্রকাশ করেছিলেন বুধবার লোকসভায় অভিজিৎ বক্তৃতা দেওয়ার সময়ে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তাকে সেই গডসে প্রসঙ্গেই খোঁচা দেন। অভিজিৎ পাল্টা তাঁকে বলেন, স্টুপিড। তা নিয়ে তীব্র আপত্তি জানান বিরোধীরা। তাঁরা বলেন, সাংসদ অসংসদীয় কথা বলেছেন। এই শব্দকে লোকসভার রেকর্ড থেকে বাদ দিতে হবে।

গৌরব গগৈ তাঁর উদ্দেশে বলেন, মাননীয় সাংসদের থেকে এই অসংসদীয় শব্দ আমরা আশা করিনি। সংসদে এটা বলা যায় না। পরে স্পিকার ওম বিড়লা বলেন, বিজেপি সাংসদ কী বলেছেন, তা নিয়ে বিবেচনা করে দেখবেন। প্রয়োজনে তা রেকর্ড থেকে বাদ যাবে।

আসলে রাজনীতিতে নবীন অভিজিৎ এদিন বাজেট বিতর্কে অংশ নিয়ে স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাহাত্ম্য বোঝাতেই গোটা সময় কাটিয়ে দেন।অভিজিতের তত্ত্ব হল, আয়করে যে ছাড় দিয়েছে সরকার, তাতে চাকরিজীবীদের প্রচুর টাকা সাশ্রয় হবে। সেই টাকার একাংশ তাঁরা খরচ করবেন। তাতে বাজারে চাহিদা বাড়বে। আবার ওই টাকার একাংশ তাঁরা ব্যাঙ্কে জমাবেন। ব্যাঙ্ক সেই টাকা শিল্প সংস্থাকে ঋণ হিসাবে দেবে এবং দেশে উৎপাদন বাড়বে।

তার এই ব্যাখ্যা যে কতটা অন্তঃসারশূন্য তা বিশেষজ্ঞরাই জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন- নীতি আয়োগের বৈঠক-দলীয় সাংসদদের সঙ্গে আলোচনা: আগামিকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

spot_img

Related articles

পুলিশের তৎপরতায় দু’ঘণ্টায় উদ্ধার অপহৃত ব্যবসায়ী, গ্রেফতার ৬

অভিযোগ জমা পড়ার মাত্র দু'ঘণ্টার মধ্যেই নিখোঁজ এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে উদ্ধার করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ। গ্রেফতার...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২ জুলাই (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

তিন মাসেই ৭৬৭ কৃষকের আত্মহত্যা মহারাষ্ট্রে! আর্থিক সাহায্য অস্বীকার ২০০ পরিবারকে

গোটা দেশে ক্ষমতা কায়েম করার পরে কৃষক শ্রেণিকে সবথেকে বেশি কোণঠাসা করেছে নরেন্দ্র মোদির সরকার। আর তার সবথেকে...

আর.আই.সি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান উৎসব ২০২৫

রক্তদান (Blood Donation) জীবন দান। সামাজিক এই দায়বদ্ধতাকে পাথেয় করে চিকিৎসক দিবসের (১জুলাই) দিন আই.আর.সি বাজার ব্যবসায়ী সমিতির...