এই পৃথিবীর বুকে সন্তানের আগমন প্রত্যেক বাবা-মায়ের জন্যই এক আনন্দময় মুহূর্তের পাশাপাশি জীবন পালটে যাওয়ার সূচনাও বটে। এই সময়টিতে সদ্য ভূমিষ্ঠ শিশুটির সংবেদনশীল ত্বকের যত্ন নিতে সঠিক পণ্য নির্বাচন করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নতুন বাবা-মায়েদের নিতে হয়।ত্বক হল শরীরের অন্যতম বৃহত্তম অঙ্গ এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্যও অপরিহার্য। তা সত্ত্বেও বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের ত্বক সঠিক মনোযোগ পায় না, বিশেষত নবজাতকদের ক্ষেত্রে। অনেক প্রোডাক্ট আছে যেগুলি বৈজ্ঞানিক, স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি এবং ধারাবাহিক ভাবে শিশুর ত্বকের যত্নের নেপথ্যের নিয়মগুলিকে বজায় রাখার গুরুত্বকে যথাযথভাবে প্রাধান্য দেয়।

প্রাকৃতিক উপায়ে তৈরি মানেই রাসায়নিক মুক্ত নয়। আইপিএ নির্দেশিকা অনুসারে, প্রাকৃতিক, হার্বাল এবং জৈব হিসাবে বাজারজাত পণ্যগুলি সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে এবং কার্যকর ও নিরাপদ প্রমাণিত না হলে তা অবিলম্বে এড়িয়ে চলতে হবে। সমস্ত উপাদান, সে প্রাকৃতিক বা সিন্থেটিক যা-ই হোক না কেন, সেগুলি নবজাতকদের ত্বকে ব্যবহারের জন্য নিরাপদ কি না, তা নিশ্চিত করতে ক্লিনিকালি পরীক্ষা করাও অত্যন্ত জরুরি।
‘শিশুর ত্বক অজানা কথা’, ২০০ পাতার বাংলায় এই বইটি প্রকাশিত হলো। উপস্থিত ছিলেন চিকিৎসক অপূর্ব ঘোষ, অভিনেতা টোটা রায়চৌধুরী, সংগীত শিল্পী রুপঙ্কর বাগচী। চিকিৎসক সন্দীপন ধরের এই বইটিতে শিশুর ত্বকের যত্ন কীভাবে নেওয়া উচিত, সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে।

