Monday, November 3, 2025

এবার মধ্য প্রাচ্যের রাজনীতিতে সরাসরি প্রবেশ চিনের। একদিকে ইজরায়েলকে যুদ্ধ থেকে নিরস্ত করার চেষ্টায় যখন আমেরিকা ব্যর্থ, তখন নতুন জাতি গঠনের পথে প্যালেস্তাইন। আর তাদের পিছনে চালিকা শক্তি হিসাবে এগিয়ে আসছে ভারতের প্রতিবেশী তথা আগ্রাসী চিন। এই মেলবন্ধনে সিঁদুরে মেঘ দেখছে বিশ্বের রাজনীতিকরা। তড়িঘড়ি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে ডেকে দ্রুত যুদ্ধ বিরতির পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দেওয়া শুরু করল আমেরিকা।

যুদ্ধবিরতির বিতর্কের মাঝেই ২৩ জুলাই চিনের উপস্থিতিতে প্যালেস্তাইনের ১৬টি সংগঠন চুক্তি স্বাক্ষর করে। হামাস সহ এই সংগঠনগুলি অন্তর্বর্তী জাতীয় সমন্বায়ক সরকার গঠনের পক্ষে সহমত পোষণ করে। হামাস নিজেদের বিরোধী দল ফাতাহ-র সঙ্গেও সহমত হয় নতুন সরকার তৈরি জন্য, চিনের উপস্থিতির কারণেই। বেজিংয়ে এই চুক্তি স্বাক্ষরের পরে প্যালেস্তাইনের সংগঠনগুলি দাবি করে যুদ্ধ শেষে সুসশানের জন্য় তারা সংঘবদ্ধ।

এরপরই বৃহস্পতিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ থামানো বার্তা দেন আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস। দুই নেতৃত্বের প্রায় ৪০ মিনিট বৈঠক হয়। বৈঠক শেষে কমলা হ্যারিস জানান, ইজরায়েলের নিজেদের জন্য প্রতিরোধ গড়ে তোলার অধিকার রয়েছে। সেটা কী প্রক্রিয়ায় হচ্ছে সেটা মাথায় রাখা দরকার। গাজার বর্তমান পরিস্থিতিতে মানবিক দিক থেকে আমেরিকাও হাত গুটিয়ে বসে থাকতে পারে না বলে জানান তিনি।

তবে ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে দেখা করার পাশাপাশি আমেরিকার নির্বাচনী প্রচার চলাকালীন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করবেন নেতানিয়াহু। যদিও কমলা হ্যারিসের যুদ্ধবিরতির প্রস্তাব তিনি কীভাবে দেখছেন তা নিয়ে কোনও মন্তব্য করেননি ইজরায়েল প্রধানমন্ত্রী।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version