বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ বলয়, ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে

উত্তর বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ- সহ বাংলাদেশ উপকূলের একটি নিম্নচাপ (Depression in Sea)বলয় সৃষ্টি হয়েছে। যার প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। এদিন বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)তরফে জানানো হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বর্ষা এলেও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে গরম কাটছে না। মৌসম ভবন (IMD)জানাচ্ছে, সমুদ্রের উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপাতত রাজস্থানের শ্রীগঙ্গানগর, রোহতক, দিল্লি, আগরা, ডালটনগঞ্জ, আসানসোলের উপর মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে ।


Previous articleপরিচালক রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ডিরেক্টর্স গিল্ড!
Next articleকেন্দ্রে নড়বড়ে সরকার, সাংসদদের এক ইঞ্চিও জমি না ছাড়ার নির্দেশ মমতার